মানুষের হৃদয় মরে গেছে
মানুষের হৃদয় মরে গেছে
সাইয়িদ রফিকুল হক
আগে দেখতাম কী সুন্দর হৃদয় ছিল মানুষের!
সুবাসিত হৃদয়জুড়ে বাসা বুনতো বাবুইপাখি।
আর কত পবিত্র ফুল ফুটতে দেখেছি মানুষের হৃদয়ে!
শুধু মানুষের হৃদয়ে প্রতিদিন যেন ঝরে পড়তো ভোরের শিউলি!
এখন দেখি মানুষের হৃদয়ে বসে আছে কত শত কুমির!
আরও কত হাঙ্গর বুকের ভিতরে ধরে রেখেছে মানুষরূপী জীবেরা!
ওদের হৃদয় গোপনে-সংগোপনে আর প্রকাশ্যে কথা বলে শয়তানের সঙ্গে,
সেখানে দেখি সারি-সারি ফুটে আছে মানবতাবিরোধী অসংখ্য ধুতুরা ফুল!
শয়তানের দখলে চলে গেছে আজ অনেকের হৃদয়খানি,
এদের এখন মানুষের হৃদয় বলে কিছু নাই—এসব আজ শয়তানের বধ্যভূমি!
সুদৃশ্য মখমল কাপড়ে অনেকে ঢেকে রেখেছে তাদের কুৎসিত-বিকৃত হৃদয়!
সেখানে আজ অট্টহাসিতে প্রস্রাব করছে মানবজাতির প্রধান শত্রু শয়তান।
আগে কত সুন্দর হৃদয় ছিল এইসব সাধারণ মানুষের!
তালপাতার বাঁশির মতো সুরেলা ধ্বনিতে সেই হৃদয়ে বাজতো ভালোবাসার গান,
এখন মানুষরূপীদের হৃদয়ে প্রতিনিয়ত শুনতে পাই—বিষাক্ত সাপের ফোঁসফোঁসানি!
মানুষের হৃদয় বুঝি মরে গেছে—সেখানে আর কোনোদিন ফুটবে না ভালোবাসার ফুল!
সাইয়িদ রফিকুল হক
০৯/০১/২০২০
সাইয়িদ রফিকুল হক
আগে দেখতাম কী সুন্দর হৃদয় ছিল মানুষের!
সুবাসিত হৃদয়জুড়ে বাসা বুনতো বাবুইপাখি।
আর কত পবিত্র ফুল ফুটতে দেখেছি মানুষের হৃদয়ে!
শুধু মানুষের হৃদয়ে প্রতিদিন যেন ঝরে পড়তো ভোরের শিউলি!
এখন দেখি মানুষের হৃদয়ে বসে আছে কত শত কুমির!
আরও কত হাঙ্গর বুকের ভিতরে ধরে রেখেছে মানুষরূপী জীবেরা!
ওদের হৃদয় গোপনে-সংগোপনে আর প্রকাশ্যে কথা বলে শয়তানের সঙ্গে,
সেখানে দেখি সারি-সারি ফুটে আছে মানবতাবিরোধী অসংখ্য ধুতুরা ফুল!
শয়তানের দখলে চলে গেছে আজ অনেকের হৃদয়খানি,
এদের এখন মানুষের হৃদয় বলে কিছু নাই—এসব আজ শয়তানের বধ্যভূমি!
সুদৃশ্য মখমল কাপড়ে অনেকে ঢেকে রেখেছে তাদের কুৎসিত-বিকৃত হৃদয়!
সেখানে আজ অট্টহাসিতে প্রস্রাব করছে মানবজাতির প্রধান শত্রু শয়তান।
আগে কত সুন্দর হৃদয় ছিল এইসব সাধারণ মানুষের!
তালপাতার বাঁশির মতো সুরেলা ধ্বনিতে সেই হৃদয়ে বাজতো ভালোবাসার গান,
এখন মানুষরূপীদের হৃদয়ে প্রতিনিয়ত শুনতে পাই—বিষাক্ত সাপের ফোঁসফোঁসানি!
মানুষের হৃদয় বুঝি মরে গেছে—সেখানে আর কোনোদিন ফুটবে না ভালোবাসার ফুল!
সাইয়িদ রফিকুল হক
০৯/০১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৩/০১/২০২০চমৎকার
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ১২/০১/২০২০মানুষ তার সহজাত মানবীয় গুণাবলি হারাচ্ছে প্রতিনিয়ত। তাইতো তাদের সখ্যতা আজ শয়তানের সাথে। চমৎকার
-
নুর হোসেন ১১/০১/২০২০এখন মানুষরূপীদের হৃদয়ে প্রতিনিয়ত শুনতে পাই—বিষাক্ত সাপের ফোঁসফোঁসানি!
-যথার্থ লিখেছেন, সহমত। -
রাশেদ খাঁন ১০/০১/২০২০হয়ত...
হয়ত না... -
মোহন দাস (বিষাক্ত কবি) ১০/০১/২০২০বাহ চরম ।
-
ফয়জুল মহী ১০/০১/২০২০বাহ্ ,খুব ভালো লাগলো ll
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১০/০১/২০২০বাস্তববাদী