www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এই শহরে একজন ভালোবাসার ফেরিওয়ালা ছিল

এই শহরে একজন ভালোবাসার ফেরিওয়ালা ছিল
সাইয়িদ রফিকুল হক

এই শহরে একজন ফেরিওয়ালা ছিল—ভালোবাসার ফেরিওয়ালা,
কতদিন তাঁকে দেখেছি মানুষের হৃদয়ে ভালোবাসা পৌঁছে দিতে,
লক্ষ-কোটি জনতার ভিড়ে ফুটেছিল একটি অভূতপূর্ব মানুষফুল!
অসংখ্য সাধারণ মানুষ তাঁর থেকে সুবাস পেত সারা দিনমান।
ভালোবাসার সেই মানুষটি একদিন নিহত হয়েছিল আততায়ীর গুলিতে!
আমাদের বিবেক আর মানবতার বুক ঝাঁঝরা হয়েছিল একদিন সকালে।

প্রতিদিন মানুষ মরে এখানে—অমানুষের অদৃশ্য হাতের কারসাজিতে,
মানুষের রক্তে সোল্লাসে হোলি খেলে আদিম পশুদের বংশধরেরা,
আমাদের মানবতার দেওয়ালে এভাবে জমছে আদিমতার শ্যাওলা!
পশুদের পদস্পর্শে প্রতিদিন অপবিত্র হচ্ছে আমাদের ধর্মউপাসনালয়গুলো।
দামি-দামি টাইলস আর মার্বেল-পাথরে এখন ঢেকে যাচ্ছে মানুষখুনীদের পাপপাহাড়!
নগ্নসম্পদের আদিম উল্লাসে প্রতিনিয়ত পর্যুদস্ত হচ্ছে আমাদের প্রিয় প্রতিবাদীকণ্ঠস্বর।

এই শহরে একজন ফেরিওয়ালা ছিল—ভালোবাসার ফেরিওয়ালা,
একদিন তাঁকে ভালোবাসার কোনো গান গাইতে দেওয়া হয়নি!
একদিন তাঁকে প্রতিবাদী একটা কবিতাও পাঠ করতে দেওয়া হয়নি!
মানুষকে ভালোবাসার অপরাধে তাঁকে বন্দি করা হয়েছিল অন্ধ-কারাগারে!
স্বৈরাচারের দেওয়াল ভেঙে বেরিয়ে এসেছিল ভালোবাসার সেই যুগশ্রেষ্ঠ মহামানব।
তারপর একদিন সেই মানুষটিকে হত্যা করা হয়েছিল নন্দিত জনতার উন্মুক্তমঞ্চে।

এই শহরে একজন ফেরিওয়ালা ছিল—ভালোবাসার ফেরিওয়ালা,
মানুষকে তিনি বাঁচাতে চেয়েছিলেন ধর্মান্ধতা আর কূপমণ্ডূকতা থেকে,
তাঁর পিছনে লেগেছিল সেইসব আদিম পশুর উলঙ্গ বংশধরেরা!
এখানে মানবতার বন্ধুদের কতল করা হয় আদিম পৈশাচিক উল্লাসে!
আর সত্য-সুন্দরের চিরশত্রুদের বাঁচিয়ে রাখা হয় নানারকম থেরাপি দিয়ে!
ভালোবাসার পবিত্র ফুল দু’হাত পেতে গ্রহণ করতে জানে না—এই জনপদের উলঙ্গরা।

এই শহরে একজন ফেরিওয়ালা ছিল—ভালোবাসার ফেরিওয়ালা,
তিনি মানুষকে ভালোবাসতে জানতেন আর মানুষের দুঃখে অঝর নয়নে কাঁদতেন,
তাঁর কোনো অপরাধ ছিল না, তিনি কেন মানুষকে এতো ভালোবাসেন!
এই ছিল তাঁর পিছনে লেগে থাকা আদিম পিশাচ আর জাতশত্রুদের আক্ষেপ!
ভালোবাসাহীন এই সমাজে বারেবারে ভেঙে পড়ছে জরাজীর্ণ মানবতার দেওয়ালখানি,
একদিন মানুষ কি ভুলে যাবে—এই শহরে একজন ভালোবাসার ফেরিওয়ালা ছিল!

আবার কে জাগাবে আজ এই বিবেকহীন মানুষের মনে একটু ভালোবাসার আকাঙ্ক্ষা?
আবার কবে আসবে একজন ফেরিওয়ালা—আমাদের সবার কাঙ্ক্ষিত ভালোবাসার ফেরিওয়ালা?


সাইয়িদ রফিকুল হক
০৮/০১/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast