উচ্চস্তরের শয়তানী ও ভণ্ডামির বিরুদ্ধে
উচ্চস্তরের শয়তানী ও ভণ্ডামির বিরুদ্ধে
সাইয়িদ রফিকুল হক
(সাম্রাজ্যবাদী আমেরিকার সন্ত্রাসে নিহত
ইরানি সমরবিশারদ ‘কাসেম সুলাইমানি’র স্মরণে)
প্রতিদিন তুমি জবাই করছো মানুষের ভালোবাসা!
প্রতিদিন তুমি বিরান করছো মানুষের ঘরবাড়ি!
আর সেই তুমি উচ্চস্বরে গাইছো ভালোবাসার গান!
প্রতিদিন তুমি প্রকাশ্যে-অপ্রকাশ্যে কেড়ে নিচ্ছো মানুষের ঘুম,
প্রতিদিন তুমি লুটপাট করছো মানুষের মূল্যবান সুখশান্তি!
আর সেই তুমি উচ্চস্বরে গাইছো মানবতার কথিত গান!
পৃথিবীতে তুমি শান্তিপ্রতিষ্ঠার নামে কেড়ে নিচ্ছো মানুষের জনপদ!
নিজের স্বার্থে তুমি দখল করছো মানুষের জীবন-যৌবন আর সম্পদ!
আর সেই তুমি উচ্চস্বরে শান্তিপ্রতিষ্ঠার ডাক দিচ্ছো আমাদের পৃথিবীতে!
তোমার অনেক ক্ষমতা! আর তোমার অনেক শক্তি আর বাহুবল!
তোমার দাপটে এখনও পৃথিবীতে এক ঘাটে জল খায় বাঘে-মহিষে!
আর সেই তুমি দম্ভভরে প্রতিনিয়ত অপব্যবহার করছো মহাক্ষমতার!
পৃথিবীতে তোমার শক্তি আছে, সম্পদ আছে, আরও আছে শক্তিমান বন্ধু!
মধ্যপ্রাচ্যজুড়ে তোমার আছে তেলবিক্রেতা-তেলবাজ বাদশাহদের বিরাট মদদ!
আর সেই তুমি দম্ভভরে তোমার মহামূল্যবান মহাক্ষমতা করছো ভীষণভাবে পদদলিত!
তুমি জেনেশুনে পৃথিবীব্যাপী নির্বিচারে মানুষহত্যা করছো আজ কাদের স্বার্থে?
তোমাদের ভোগ-লালসার শিকার ইয়েমেনের লক্ষ-লক্ষ নিরস্ত্র-নিরপরাধ শিশু আর নারী!
আর সেই তুমি হাসিমুখে মানুষের জাতিসংঘে উচ্চস্বরে ভাষণ দিচ্ছো বিশ্বশান্তিপ্রতিষ্ঠার জন্য?
তোমাদের অস্ত্রবিক্রি’র টাকা আর তোমার বন্ধুদের তেলবিক্রি’র টাকা আজ মানুষের বিরুদ্ধে!
তোমরা নিজেদের আধিপত্যবিস্তারের জন্য আজ মরীয়া হয়ে একের-পর-এক মানুষহত্যা করছো!
আমরা পৃথিবীর নির্যাতিত মানুষ এক হয়ে তোমাদের এই উচ্চস্তরের শয়তানী ও ভণ্ডামির বিরুদ্ধে।
মনে রেখ আমেরিকা, এই পৃথিবীতে তুমিই ক্ষমতার একমাত্র কিংবা শেষ উৎস নও,
একদিন ঘুরে দাঁড়াবে এই পৃথিবী, সেদিন সমস্ত মানুষ এক হয়ে যেতে পারে শুধু তোমার বিরুদ্ধে,
পৃথিবীতে সন্ত্রাসের শেষ আছে কিন্তু ভালোবাসার শেষ নাই; ভালোবেসে একদিন জেগে উঠবে মানুষ,
আজ পৃথিবীর সমস্ত নিরীহ মানুষের তীব্র ঘৃণা আমেরিকার উচ্চস্তরের শয়তানী ও ভণ্ডামির বিরুদ্ধে।
সাইয়িদ রফিকুল হক
০৬/০১/২০২০
সাইয়িদ রফিকুল হক
(সাম্রাজ্যবাদী আমেরিকার সন্ত্রাসে নিহত
ইরানি সমরবিশারদ ‘কাসেম সুলাইমানি’র স্মরণে)
প্রতিদিন তুমি জবাই করছো মানুষের ভালোবাসা!
প্রতিদিন তুমি বিরান করছো মানুষের ঘরবাড়ি!
আর সেই তুমি উচ্চস্বরে গাইছো ভালোবাসার গান!
প্রতিদিন তুমি প্রকাশ্যে-অপ্রকাশ্যে কেড়ে নিচ্ছো মানুষের ঘুম,
প্রতিদিন তুমি লুটপাট করছো মানুষের মূল্যবান সুখশান্তি!
আর সেই তুমি উচ্চস্বরে গাইছো মানবতার কথিত গান!
পৃথিবীতে তুমি শান্তিপ্রতিষ্ঠার নামে কেড়ে নিচ্ছো মানুষের জনপদ!
নিজের স্বার্থে তুমি দখল করছো মানুষের জীবন-যৌবন আর সম্পদ!
আর সেই তুমি উচ্চস্বরে শান্তিপ্রতিষ্ঠার ডাক দিচ্ছো আমাদের পৃথিবীতে!
তোমার অনেক ক্ষমতা! আর তোমার অনেক শক্তি আর বাহুবল!
তোমার দাপটে এখনও পৃথিবীতে এক ঘাটে জল খায় বাঘে-মহিষে!
আর সেই তুমি দম্ভভরে প্রতিনিয়ত অপব্যবহার করছো মহাক্ষমতার!
পৃথিবীতে তোমার শক্তি আছে, সম্পদ আছে, আরও আছে শক্তিমান বন্ধু!
মধ্যপ্রাচ্যজুড়ে তোমার আছে তেলবিক্রেতা-তেলবাজ বাদশাহদের বিরাট মদদ!
আর সেই তুমি দম্ভভরে তোমার মহামূল্যবান মহাক্ষমতা করছো ভীষণভাবে পদদলিত!
তুমি জেনেশুনে পৃথিবীব্যাপী নির্বিচারে মানুষহত্যা করছো আজ কাদের স্বার্থে?
তোমাদের ভোগ-লালসার শিকার ইয়েমেনের লক্ষ-লক্ষ নিরস্ত্র-নিরপরাধ শিশু আর নারী!
আর সেই তুমি হাসিমুখে মানুষের জাতিসংঘে উচ্চস্বরে ভাষণ দিচ্ছো বিশ্বশান্তিপ্রতিষ্ঠার জন্য?
তোমাদের অস্ত্রবিক্রি’র টাকা আর তোমার বন্ধুদের তেলবিক্রি’র টাকা আজ মানুষের বিরুদ্ধে!
তোমরা নিজেদের আধিপত্যবিস্তারের জন্য আজ মরীয়া হয়ে একের-পর-এক মানুষহত্যা করছো!
আমরা পৃথিবীর নির্যাতিত মানুষ এক হয়ে তোমাদের এই উচ্চস্তরের শয়তানী ও ভণ্ডামির বিরুদ্ধে।
মনে রেখ আমেরিকা, এই পৃথিবীতে তুমিই ক্ষমতার একমাত্র কিংবা শেষ উৎস নও,
একদিন ঘুরে দাঁড়াবে এই পৃথিবী, সেদিন সমস্ত মানুষ এক হয়ে যেতে পারে শুধু তোমার বিরুদ্ধে,
পৃথিবীতে সন্ত্রাসের শেষ আছে কিন্তু ভালোবাসার শেষ নাই; ভালোবেসে একদিন জেগে উঠবে মানুষ,
আজ পৃথিবীর সমস্ত নিরীহ মানুষের তীব্র ঘৃণা আমেরিকার উচ্চস্তরের শয়তানী ও ভণ্ডামির বিরুদ্ধে।
সাইয়িদ রফিকুল হক
০৬/০১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমীন রুহুল ০৯/০১/২০২০ভালো
-
পি পি আলী আকবর ০৮/০১/২০২০সত্যিই
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৭/০১/২০২০চরম সত্য!!!