www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছাগলগুলো মানুষ হলে

ছাগলগুলো মানুষ হলে
সাইয়িদ রফিকুল হক

পাগল এদের বলি নাকো—পাগল হলেও ভালো ছিল,
কিন্তু এরা ছাগল হয়ে মনে ভীষণ ব্যথা দিলো!
গাছের পাতা-লতাপাতা—খাচ্ছে ভীষণ ফুর্তিতে,
কোনোকিছুই দেয় না বাদ—ব্যস্ত আছে পূর্তিতে!

মাটি খাচ্ছে, আগুন খাচ্ছে, আরও খাচ্ছে গ্রন্থ-কলম,
এই ছাগলের চিকিৎসাতে আছে কোনো ভালো মলম?
টাকা খাচ্ছে, কাগজ খাচ্ছে, খাচ্ছে সবই অনেক স্বাদে,
আবার ছাগল আকাশ দেখে হাসছে নাকি কারও ছাদে!

ছাগলগুলোর ছাগলামিতে পাচ্ছে আজাব মানুষগুলো,
এরা আবার হাসিমুখে লোকের চোখে দিচ্ছে ধুলো!
ছাগলগুলো মানুষ হলে শান্তি পেতাম সবাই মিলে,
নইলে ছাগল আচমকা যে খেতে পারে দেশটা গিলে!

ছাগলগুলোর উৎপাতে যে সাবাড় হলো কাঁঠালবাগান!
এদের আরও নাশকতায় অতিষ্ঠ আজ দেশের ময়দান।
এই ছাগলদের অত্যাচারে বিপন্ন আজ মানবজাতি,
নানান জাতের শয়তানেরা এদের এখন বন্ধুসাথী!

ছাগলগুলো মানুষ হলে বাঁচতো দেশে সবার প্রাণ,
এরা কেন মানুষ হওয়ার পায় না একটু বুদ্ধি-ঘ্রাণ?
এই ছাগলদের মানুষ করতে আছে কারও ফর্মুলা?
ছাগল-থেকে বাঁচতে চেয়ে জনগণ যে ভীষণ উতলা!


সাইয়িদ রফিকুল হক
০২/০১/২০২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬১৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০১/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast