নতুন বছর নতুন জীবন
নতুন বছর নতুন জীবন
সাইয়িদ রফিকুল হক
নতুন বছর শুরু হলো আজকে প্রথম দিন,
শোধ করেছেন পাওনাদারের পুরান সালের ঋণ?
মিথ্যাআশায় বুক বাঁধিয়া লাভ তো কিছুই নাই!
নতুন সালের নতুন গানটা সবাই মিলে গাই।
সকল গাছের পুরানপাতা যাচ্ছে ঝরে রোজ,
গাছের কেন এমনটা হয়—কেউ রেখেছেন খোঁজ?
সবার মাঝে আসছে চমক—আসছে বিরাট রদ,
নতুন সালে ভালোমানুষ থাকবে নাকো বদ।
নতুন বছর নতুন জীবন চাচ্ছি সবাই মিলে,
সৎমানুষের চিন্তাধারা আসছে সবার দিলে?
নতুন সূর্যের নতুন আলো মাখছে সবাই গায়ে,
পাপের পথে আর যেও না—পরাও বেড়ী পায়ে।
মুখে-মুখে নতুন বছর বললে কী লাভ হবে?
পুরানপাপের খাতা ছিঁড়ে শুদ্ধ হও না ভবে।
নতুন বছর নতুন জীবন দিচ্ছে বিরাট হাতছানি!
বন্ধু তোমার জীবন-হালে পাচ্ছে কোনো পানি?
সাইয়িদ রফিকুল হক
০১/০১/২০২০
সাইয়িদ রফিকুল হক
নতুন বছর শুরু হলো আজকে প্রথম দিন,
শোধ করেছেন পাওনাদারের পুরান সালের ঋণ?
মিথ্যাআশায় বুক বাঁধিয়া লাভ তো কিছুই নাই!
নতুন সালের নতুন গানটা সবাই মিলে গাই।
সকল গাছের পুরানপাতা যাচ্ছে ঝরে রোজ,
গাছের কেন এমনটা হয়—কেউ রেখেছেন খোঁজ?
সবার মাঝে আসছে চমক—আসছে বিরাট রদ,
নতুন সালে ভালোমানুষ থাকবে নাকো বদ।
নতুন বছর নতুন জীবন চাচ্ছি সবাই মিলে,
সৎমানুষের চিন্তাধারা আসছে সবার দিলে?
নতুন সূর্যের নতুন আলো মাখছে সবাই গায়ে,
পাপের পথে আর যেও না—পরাও বেড়ী পায়ে।
মুখে-মুখে নতুন বছর বললে কী লাভ হবে?
পুরানপাপের খাতা ছিঁড়ে শুদ্ধ হও না ভবে।
নতুন বছর নতুন জীবন দিচ্ছে বিরাট হাতছানি!
বন্ধু তোমার জীবন-হালে পাচ্ছে কোনো পানি?
সাইয়িদ রফিকুল হক
০১/০১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ০২/০১/২০২০ভালো লিখেছেন কবি।
-
ফয়জুল মহী ০২/০১/২০২০Best wishes