মানুষখুনের ইতিহাসে
মানুষখুনের ইতিহাসে
সাইয়িদ রফিকুল হক
ভোটের আগে ভোট না পেয়ে হেরে গেলি তুই,
তাইতে দেখি মুখের কথা হচ্ছে তোমার দুই!
ভোটচুরিতে তোমার আছে অনেক ইতিহাস,
জনগণের সঠিক রায়ে পড়বে গলায় ফাঁস!
কত কথাই বলছো তুমি! কেউ করে না বিশ্বাস!
ইতিহাসে লেখা আছে—তোমার মিথ্যা-আশ্বাস।
মানুষখুনের ইতিহাসে তুমি বিরাট কসাই,
রাজক্ষমতার স্বপ্নপূরণ হবে নাকো মশাই।
রাজনীতিতে গলাবাজি করছো দিনে-রাতে,
রাজক্ষমতা পড়বে নাকো তবুও তোমার পাতে!
তোমার পাপের ইতিহাস যে লেখা সবার বুকে,
ভোট পাবে না মানুষখুনী—যতই হাসো সুখে!
মানুষখুনের ইতিহাসে তোমরা ভীষণ হিটলার,
তোমার জার্সি চেনা আছে—বুঝতে পারো বাটপাড়?
দেশের মানুষ অনেক সাবধান—ভুল করে না আর,
মানুষখুনের বংশধররা পাবে নাকো পার।
সাইয়িদ রফিকুল হক
৩১/১২/২০১৯
সাইয়িদ রফিকুল হক
ভোটের আগে ভোট না পেয়ে হেরে গেলি তুই,
তাইতে দেখি মুখের কথা হচ্ছে তোমার দুই!
ভোটচুরিতে তোমার আছে অনেক ইতিহাস,
জনগণের সঠিক রায়ে পড়বে গলায় ফাঁস!
কত কথাই বলছো তুমি! কেউ করে না বিশ্বাস!
ইতিহাসে লেখা আছে—তোমার মিথ্যা-আশ্বাস।
মানুষখুনের ইতিহাসে তুমি বিরাট কসাই,
রাজক্ষমতার স্বপ্নপূরণ হবে নাকো মশাই।
রাজনীতিতে গলাবাজি করছো দিনে-রাতে,
রাজক্ষমতা পড়বে নাকো তবুও তোমার পাতে!
তোমার পাপের ইতিহাস যে লেখা সবার বুকে,
ভোট পাবে না মানুষখুনী—যতই হাসো সুখে!
মানুষখুনের ইতিহাসে তোমরা ভীষণ হিটলার,
তোমার জার্সি চেনা আছে—বুঝতে পারো বাটপাড়?
দেশের মানুষ অনেক সাবধান—ভুল করে না আর,
মানুষখুনের বংশধররা পাবে নাকো পার।
সাইয়িদ রফিকুল হক
৩১/১২/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমীন রুহুল ০১/০১/২০২০সঠিক কথা