অনেক সাধের স্বপ্ন
অনেক সাধের স্বপ্ন
সাইয়িদ রফিকুল হক
অনেক স্বপ্নের ভারে পূরণ হয়নি একটি স্বপ্নও!
স্বপ্নগুলো মনের ভিতরে বিরাট উঁকি দিয়ে
কেমন করে যেন ধরিয়ে ছিল খুব লোভ আর...।
কত আশায় স্বপ্নগুলো দেখতাম সারা দিন-রাত!
তবু একটা স্বপ্নও কখনো দেখেনি আলোর মুখ।
কষ্টগুলো ফেলে দিয়েছিলাম স্বপ্ন দেখার ছলে,
এখন আবার কষ্টগুলো ফিরে এসেছে বন্ধুর মতো।
ভাবছি ওদের আর তাড়াবো না, রাখবো বুকপকেটে।
কষ্টগুলো আমার যেন চিরজনমের ভালোবাসার সাথী,
তবু অহেতুক কেন যে স্বপ্ন দেখে হয়েছিলাম উদাসী!
আজ বুঝতে পারি: সবার সব শখ থাকা ভালো নয়,
এবার থেকে তাই ঘরপোড়া গোরুর মতো স্বপ্ন-নামের
সিঁদুরে মেঘ দেখলেই পালিয়ে যাবো কোনো ঘুমের রাজ্যে!
আর কখনো স্বপ্ন দেখবো না, ঘুমিয়ে কিংবা জেগে,
স্বপ্নগুলো আমাকে খুব কাঁদায় কিন্তু হাসায় না কখনো!
আমার স্বপ্নগুলো এত নির্লজ্জ যে, এরা হয় না বাস্তব,
তবু আমাকে ছেড়ে যায় না একটাও! কী পাষণ্ড এরা!
বুকটা আমার ঝাঁঝরা করে দিয়েছে এই মিথ্যা-স্বপ্নমালা,
আজও বুকের ভিতরে ঘুমিয়ে রয়েছে কত শত স্বপ্নযন্ত্রণা!
গুনতে গেলে তা হয়তো নিশ্চিত লক্ষ-কোটি ছাড়িয়ে যাবে!
একটা স্বপ্নও আমাকে কখনো-কোনোদিন একটু ভালোবাসেনি,
কখনো-কোনোদিন একটা স্বপ্নও একটু ভালোবেসে কাছে আসেনি!
অনেক সাধের স্বপ্নগুলো তবু আজও রয়ে গেল আমার চির-কাছে!
সাইয়িদ রফিকুল হক
২৪/১২/২০১৯
সাইয়িদ রফিকুল হক
অনেক স্বপ্নের ভারে পূরণ হয়নি একটি স্বপ্নও!
স্বপ্নগুলো মনের ভিতরে বিরাট উঁকি দিয়ে
কেমন করে যেন ধরিয়ে ছিল খুব লোভ আর...।
কত আশায় স্বপ্নগুলো দেখতাম সারা দিন-রাত!
তবু একটা স্বপ্নও কখনো দেখেনি আলোর মুখ।
কষ্টগুলো ফেলে দিয়েছিলাম স্বপ্ন দেখার ছলে,
এখন আবার কষ্টগুলো ফিরে এসেছে বন্ধুর মতো।
ভাবছি ওদের আর তাড়াবো না, রাখবো বুকপকেটে।
কষ্টগুলো আমার যেন চিরজনমের ভালোবাসার সাথী,
তবু অহেতুক কেন যে স্বপ্ন দেখে হয়েছিলাম উদাসী!
আজ বুঝতে পারি: সবার সব শখ থাকা ভালো নয়,
এবার থেকে তাই ঘরপোড়া গোরুর মতো স্বপ্ন-নামের
সিঁদুরে মেঘ দেখলেই পালিয়ে যাবো কোনো ঘুমের রাজ্যে!
আর কখনো স্বপ্ন দেখবো না, ঘুমিয়ে কিংবা জেগে,
স্বপ্নগুলো আমাকে খুব কাঁদায় কিন্তু হাসায় না কখনো!
আমার স্বপ্নগুলো এত নির্লজ্জ যে, এরা হয় না বাস্তব,
তবু আমাকে ছেড়ে যায় না একটাও! কী পাষণ্ড এরা!
বুকটা আমার ঝাঁঝরা করে দিয়েছে এই মিথ্যা-স্বপ্নমালা,
আজও বুকের ভিতরে ঘুমিয়ে রয়েছে কত শত স্বপ্নযন্ত্রণা!
গুনতে গেলে তা হয়তো নিশ্চিত লক্ষ-কোটি ছাড়িয়ে যাবে!
একটা স্বপ্নও আমাকে কখনো-কোনোদিন একটু ভালোবাসেনি,
কখনো-কোনোদিন একটা স্বপ্নও একটু ভালোবেসে কাছে আসেনি!
অনেক সাধের স্বপ্নগুলো তবু আজও রয়ে গেল আমার চির-কাছে!
সাইয়িদ রফিকুল হক
২৪/১২/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
sudipta chowdhury ২৭/১২/২০১৯Sometimes some dreams may not become fulfill but we should not give up hope.
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৫/১২/২০১৯ভালো, খুব ভালো
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৪/১২/২০১৯ভাল হয়েছে।
-
আমীন রুহুল ২৪/১২/২০১৯ভালো লিখেছেন