মনটা যদি এমন হতো
মনটা যদি এমন হতো
সাইয়িদ রফিকুল হক
একটা দিনের জন্য যদি মনটা পেত পাখা,
অনেক কষ্টে ধরে তাকে আর যেত না রাখা!
একলাফে সে চড়তো বুঝি শিউলিফুলের মগডালে,
কিংবা সে যে পাখির মতো বসতো কারও চালে!
ভালোবাসার মনটা তখন উড়তো বনে-বনে,
কতজনের সঙ্গে সে যে বলতো কথা সংগোপনে!
হাসিখুশির ঝরনাধারায় ভাসতো কত সুখে,
সারাক্ষণ যে হাসির ধারা থাকতো লেগে মুখে!
ভালোবাসার মনটা যদি একটু এমন হতো,
বিশ্বসেরা ধনীর চেয়ে ধনী হতাম কত!
বিশ্বভ্রমণ করতে আমার লাগতো নাকো পাসপোর্ট,
স্বর্গসুখের ফুর্তি যেন করতে পারতাম একচোট!
মনটা কেন এমন হয় না? কয় না কথা রোজ,
ভালোবেসে একটু আমায় নেয় না কেন খোঁজ!
এমন সুন্দর মনের আশায় বসে আছি তাই,
প্রজাপতির পাখনামেলা মনটা সবার চাই।
সাইয়িদ রফিকুল হক
২৩/১২/২০১৯
সাইয়িদ রফিকুল হক
একটা দিনের জন্য যদি মনটা পেত পাখা,
অনেক কষ্টে ধরে তাকে আর যেত না রাখা!
একলাফে সে চড়তো বুঝি শিউলিফুলের মগডালে,
কিংবা সে যে পাখির মতো বসতো কারও চালে!
ভালোবাসার মনটা তখন উড়তো বনে-বনে,
কতজনের সঙ্গে সে যে বলতো কথা সংগোপনে!
হাসিখুশির ঝরনাধারায় ভাসতো কত সুখে,
সারাক্ষণ যে হাসির ধারা থাকতো লেগে মুখে!
ভালোবাসার মনটা যদি একটু এমন হতো,
বিশ্বসেরা ধনীর চেয়ে ধনী হতাম কত!
বিশ্বভ্রমণ করতে আমার লাগতো নাকো পাসপোর্ট,
স্বর্গসুখের ফুর্তি যেন করতে পারতাম একচোট!
মনটা কেন এমন হয় না? কয় না কথা রোজ,
ভালোবেসে একটু আমায় নেয় না কেন খোঁজ!
এমন সুন্দর মনের আশায় বসে আছি তাই,
প্রজাপতির পাখনামেলা মনটা সবার চাই।
সাইয়িদ রফিকুল হক
২৩/১২/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৬/০২/২০২০ভালো লেখা ।
-
নুর হোসেন ২৬/১২/২০১৯অনবদ্য কাব্য চমৎকার হয়েছে
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৫/১২/২০১৯অসাধার কবিতা।
-
কল্পনা বিলাসী ২৫/১২/২০১৯সুন্দর!
-
ফয়জুল মহী ২৪/১২/২০১৯ভালো লাগলো অনেক।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/১২/২০১৯ভালোই লিখেছেন। মনটা জুড়িয়ে গেল।
-
মাসুমি ২৩/১২/২০১৯দারুন ভাবনা। শুভেচ্ছা ।
-
মোঃ বুলবুল হোসেন ২৩/১২/২০১৯সুন্দর কাব্য
-
শাহীন রহমান (রুদ্র) ২৩/১২/২০১৯সুন্দর