পাগল-ছাগল
পাগল-ছাগল
সাইয়িদ রফিকুল হক
পাগলগুলোর কথা শুনে হাসছে অনেক ছাগল,
হাসতে-হাসতে দিচ্ছে খুলে বদ্ধমনের আগল!
এরা সবাই ঈদআনন্দে হাসছে মাঠেঘাটে,
পাগল-ছাগল মিলেমিশে সময় ভালো কাটে!
একটা পাগল লাফায় বেশি একটা টানে ঘাস,
খাইতে-খাইতে পাগল-ছাগল হচ্ছে সেবাদাস!
পরের কথা শুনলে এরা একটু লাফায় বেশি,
বুদ্ধিনাশে তড়াক করে ফুলছে জোরে পেশী!
দেশি ছাগল একটু ভালো তবুও কাজে লাগে,
রামছাগলের অত্যাচারে বুদ্ধিমানে ভাগে!
দেশের বুকে নতুন আপদ পাগল-ছাগল সৃষ্টি,
এই ছাগলের বংশনাশে কেউ কি দিবেন দৃষ্টি?
সাইয়িদ রফিকুল হক
২২/১২/২০১৯
সাইয়িদ রফিকুল হক
পাগলগুলোর কথা শুনে হাসছে অনেক ছাগল,
হাসতে-হাসতে দিচ্ছে খুলে বদ্ধমনের আগল!
এরা সবাই ঈদআনন্দে হাসছে মাঠেঘাটে,
পাগল-ছাগল মিলেমিশে সময় ভালো কাটে!
একটা পাগল লাফায় বেশি একটা টানে ঘাস,
খাইতে-খাইতে পাগল-ছাগল হচ্ছে সেবাদাস!
পরের কথা শুনলে এরা একটু লাফায় বেশি,
বুদ্ধিনাশে তড়াক করে ফুলছে জোরে পেশী!
দেশি ছাগল একটু ভালো তবুও কাজে লাগে,
রামছাগলের অত্যাচারে বুদ্ধিমানে ভাগে!
দেশের বুকে নতুন আপদ পাগল-ছাগল সৃষ্টি,
এই ছাগলের বংশনাশে কেউ কি দিবেন দৃষ্টি?
সাইয়িদ রফিকুল হক
২২/১২/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নুর হোসেন ২৬/১২/২০১৯
-
মোঃ বুলবুল হোসেন ২৩/১২/২০১৯অপূর্ব
-
শাহীন রহমান (রুদ্র) ২৩/১২/২০১৯হাহাহা
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৩/১২/২০১৯বেশ লাগলো
-
নুর হোসেন ২৩/১২/২০১৯চমৎকার লিখেছেন।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৩/১২/২০১৯বিউটিফুল!
আসলেই সর্বত্র পাগল ছাগলের ছড়াছড়ি।