মদনটাকে ধরতে পারলে
মদনটাকে ধরতে পারলে
সাইয়িদ রফিকুল হক
মদনটাকে ধরতে পারলে
দিতাম একটা ছ্যাঁচা,
প্রেমপত্রের হাতের লেখা
ভীষণরকম কাঁচা!
ভুলবানানের ছড়াছড়ি
প্রেমটা নাকি খাঁটি!
প্রেমের চিঠি পড়ে দেখি
ভাষার জীবন মাটি!
মূর্খগুলোর পড়ালেখা
নাইতো এখন কিছু,
খুব সাহসে নিচ্ছে এরা
অনেক মেয়ের পিছু!
মদনগুলোর চেহারাটা
অনেক ঘষা-মাজা,
ভিতরে যে মৃত এরা
বাইরে শুধু তাজা।
মদনটাকে ধরতে পারলে
দিতাম ভীষণ রদ্দা,
এই দুনিয়ায় হ্যাংলাগুলোর
নাই যে চোখের পর্দা!
সাইয়িদ রফিকুল হক
২০/১২/২০১৯
সাইয়িদ রফিকুল হক
মদনটাকে ধরতে পারলে
দিতাম একটা ছ্যাঁচা,
প্রেমপত্রের হাতের লেখা
ভীষণরকম কাঁচা!
ভুলবানানের ছড়াছড়ি
প্রেমটা নাকি খাঁটি!
প্রেমের চিঠি পড়ে দেখি
ভাষার জীবন মাটি!
মূর্খগুলোর পড়ালেখা
নাইতো এখন কিছু,
খুব সাহসে নিচ্ছে এরা
অনেক মেয়ের পিছু!
মদনগুলোর চেহারাটা
অনেক ঘষা-মাজা,
ভিতরে যে মৃত এরা
বাইরে শুধু তাজা।
মদনটাকে ধরতে পারলে
দিতাম ভীষণ রদ্দা,
এই দুনিয়ায় হ্যাংলাগুলোর
নাই যে চোখের পর্দা!
সাইয়িদ রফিকুল হক
২০/১২/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ৩০/০১/২০২০সুন্দর
-
শাহীন রহমান (রুদ্র) ২৪/১২/২০১৯হুম
-
আশা মনি ২১/১২/২০১৯খুব সুন্দর লিখেছেন
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২১/১২/২০১৯'মনটাকে ধরতে পারলে' কবিতাটি মন ছুঁয়ে গেল |