আমাদের স্বাধীনতা
আমাদের স্বাধীনতা
সাইয়িদ রফিকুল হক
স্বাধীনতা কত প্রিয় কত পবিত্র শব্দ!
তবুও তোর ভালো লাগে না পাতক।
বুকের ভিতরে পাপ জমিয়ে রেখে
কেউ হয় না দেশপ্রেমিক।
মাতাল হলে তোরা আরও মাতাল হয়ে যা,
আরও বেশি করে মদ খা,
আরও বেশি করে তোরা শয়তান হ,
কিন্তু তোদের ওই মাতালমুখের পাপজিহ্বায়
বলবি না কখনো আমাদের প্রিয় দেশের কথা।
আমাদের দেশ, আমরা বুঝি এর কত মূল্য,
তোদের পূর্বপুরুষ ছিল এই দেশের বিরুদ্ধে,
তোরা এখনও বহন করছিস পূর্বপুরুষের চিন্তার জোয়াল।
আমাদের স্বাধীনতা চিরদিন পবিত্র আর ভালোবাসার,
এই স্বাধীনতা কেউ পারবে না আর কখনো কেড়ে নিতে,
জুজুর ভয় দেখিয়ে তোরা জাতিকে আর বিভ্রান্ত করিস না।
তোরা অধম-পাপী আজও এই দেশটাকে মানিস না!
আজও তোরা এই দেশের পবিত্র পতাকা মানিস না!
তোরা পাপিষ্ঠ আজও দেশের জাতীয় সঙ্গীত মানিস না!
এই পবিত্র দেশের পবিত্র ইতিহাস এখনও মানিস না!
তবুও তোরা এই দেশে থাকিস কত নির্লজ্জ-অহংকারে!
আর দেশকে নিয়ে কথা বলিস কত ভালোমানুষের মতো!
কিন্তু আমরা তোদের চিনি, যেমন চিনি তোদের পূর্বপুরুষদের,
তোদের পূর্বপুরুষেরাও ছিল তোদের মতো জল্লাদ আর হায়েনা!
পাপীদের মুখে এখন শোনা যায় দেশের কথা!
এরা এখন দেশের জন্য কেঁদে, বুকভাসিয়ে, সাঁতার কেটে
একচান্সে বুঝি চলে যাবে সিন্ধুনদের তীরে পেয়ারে পাকিস্তানে!
মাতালগুলো খুব বেড়ে গেছে, আর বেড়ে গেছে ওদের মাতলামি!
আমাদের অস্ত্র আছে, ট্রেনিং আছে, আরও আছে বিরাট মনোবল,
আরেকবার যদি আমরা গর্জে উঠি তাইলে ওদের পতন চিরতরে।
আমাদের স্বাধীনতা আমরাই রক্ষা করতে পারি, বুঝলি নাদান?
তোদের মতো পাকিপ্রেমী বঙ্গশত্রু আমাদের কোনো প্রয়োজন নাই।
সাইয়িদ রফিকুল হক
১৫/১২/২০১৯
সাইয়িদ রফিকুল হক
স্বাধীনতা কত প্রিয় কত পবিত্র শব্দ!
তবুও তোর ভালো লাগে না পাতক।
বুকের ভিতরে পাপ জমিয়ে রেখে
কেউ হয় না দেশপ্রেমিক।
মাতাল হলে তোরা আরও মাতাল হয়ে যা,
আরও বেশি করে মদ খা,
আরও বেশি করে তোরা শয়তান হ,
কিন্তু তোদের ওই মাতালমুখের পাপজিহ্বায়
বলবি না কখনো আমাদের প্রিয় দেশের কথা।
আমাদের দেশ, আমরা বুঝি এর কত মূল্য,
তোদের পূর্বপুরুষ ছিল এই দেশের বিরুদ্ধে,
তোরা এখনও বহন করছিস পূর্বপুরুষের চিন্তার জোয়াল।
আমাদের স্বাধীনতা চিরদিন পবিত্র আর ভালোবাসার,
এই স্বাধীনতা কেউ পারবে না আর কখনো কেড়ে নিতে,
জুজুর ভয় দেখিয়ে তোরা জাতিকে আর বিভ্রান্ত করিস না।
তোরা অধম-পাপী আজও এই দেশটাকে মানিস না!
আজও তোরা এই দেশের পবিত্র পতাকা মানিস না!
তোরা পাপিষ্ঠ আজও দেশের জাতীয় সঙ্গীত মানিস না!
এই পবিত্র দেশের পবিত্র ইতিহাস এখনও মানিস না!
তবুও তোরা এই দেশে থাকিস কত নির্লজ্জ-অহংকারে!
আর দেশকে নিয়ে কথা বলিস কত ভালোমানুষের মতো!
কিন্তু আমরা তোদের চিনি, যেমন চিনি তোদের পূর্বপুরুষদের,
তোদের পূর্বপুরুষেরাও ছিল তোদের মতো জল্লাদ আর হায়েনা!
পাপীদের মুখে এখন শোনা যায় দেশের কথা!
এরা এখন দেশের জন্য কেঁদে, বুকভাসিয়ে, সাঁতার কেটে
একচান্সে বুঝি চলে যাবে সিন্ধুনদের তীরে পেয়ারে পাকিস্তানে!
মাতালগুলো খুব বেড়ে গেছে, আর বেড়ে গেছে ওদের মাতলামি!
আমাদের অস্ত্র আছে, ট্রেনিং আছে, আরও আছে বিরাট মনোবল,
আরেকবার যদি আমরা গর্জে উঠি তাইলে ওদের পতন চিরতরে।
আমাদের স্বাধীনতা আমরাই রক্ষা করতে পারি, বুঝলি নাদান?
তোদের মতো পাকিপ্রেমী বঙ্গশত্রু আমাদের কোনো প্রয়োজন নাই।
সাইয়িদ রফিকুল হক
১৫/১২/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নুর হোসেন ১৬/১২/২০১৯আপনাকেও বিজয়ের শুভেচ্ছা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/১২/২০১৯মন ছুঁয়ে গেল |
-
মোঃ বুলবুল হোসেন ১৫/১২/২০১৯চমৎকার
-
নুর হোসেন ১৫/১২/২০১৯ভালো লাগলো।