একাত্তরের বুদ্ধিজীবী
একাত্তরের বুদ্ধিজীবী
ছিলেন দেশের সন্তান,
তাঁদের ভয়ে কাঁপতো পাপের
পাকিস্তানের ময়দান!
সহজ-সরল মানুষ ছিলেন
ভালোবাসতেন দেশ,
দেশবিরোধী একটু ভাবনার
ছিল নাতো লেশ!
দেশকে তাঁরা বুকে নিয়ে
হাঁটতেন কত স্বপ্নে!
ব্যস্ত তাঁরা ছিলেন বেশি
মুক্তচিন্তা-বপনে।
ছিলেন দেশের সন্তান,
তাঁদের ভয়ে কাঁপতো পাপের
পাকিস্তানের ময়দান!
সহজ-সরল মানুষ ছিলেন
ভালোবাসতেন দেশ,
দেশবিরোধী একটু ভাবনার
ছিল নাতো লেশ!
দেশকে তাঁরা বুকে নিয়ে
হাঁটতেন কত স্বপ্নে!
ব্যস্ত তাঁরা ছিলেন বেশি
মুক্তচিন্তা-বপনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নুর হোসেন ২১/১২/২০১৯আপনার কলমের জোর আছে মাইরি
-
আঁখিমনি ১৭/১২/২০১৯সুন্দর হয়েছে
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৭/১২/২০১৯Shundor
-
নুর হোসেন ১৫/১২/২০১৯যথার্থ লিখেছেন, ভালো লাগলো।
-
মোঃ বুলবুল হোসেন ১৫/১২/২০১৯অপূর্ব
-
ফয়জুল মহী ১৫/১২/২০১৯Super
-
ফয়জুল মহী ১৫/১২/২০১৯Supet
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/১২/২০১৯গুড রাইটিং
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ১৪/১২/২০১৯সময়োপযো।