মুক্তিসেনার সাহস দেখে
মুক্তিসেনার সাহস দেখে
সাইয়িদ রফিকুল হক
মুক্তিসেনার সাহস দেখে
পাকসেনারা কাঁপে,
মুক্তিযুদ্ধে মরলো কত
রাজাকারের বাপে!
সকল পাপী এক হয়ে যে
নামলো ম্যাসাকারে,
একাত্তরে মেরে ছিল
দেশের মানুষ নির্বিচারে!
এই পশুদের মুখে শুনি
এখন ধর্মকথা!
দেশটা নিয়ে এদের নাকি
অনেক মাথাব্যথা!
রাজাকারের বংশধরে
মিষ্টিকথা বলে,
ভিতর-বাইরে ওরা সবাই
পাক-আদর্শেই চলে!
মুখে মধু এই পশুদের
ভিতরটা যে ফাঁকা,
রাজাকারদের ঘাড়টা যেন
চিরকালই বাঁকা।
এখন ওরা দেশের কথা
বলে কত সুখে!
বাংলাদেশে টিকে থাকতে
ঢং ধরেছে মুখে।
মুক্তিসেনার সাহস দেখে
কাঁপতো পাকির দল,
দেশবিরোধী-রাজাকারের
হয় না বুকের বল।
দেশের মানুষ ওঠরে জেগে
আবার বীরের বেশে,
ঘাতক-দালাল থাকবে নারে
সোনার বাংলাদেশ।
মুক্তিসেনার সাহস দেখে
ওঠরে তোরা জেগে,
বাংলাদেশের ভাগ্য-বদল
হবে ঝড়ের বেগে।
সাইয়িদ রফিকুল হক
১৩/১২/২০১৯
সাইয়িদ রফিকুল হক
মুক্তিসেনার সাহস দেখে
পাকসেনারা কাঁপে,
মুক্তিযুদ্ধে মরলো কত
রাজাকারের বাপে!
সকল পাপী এক হয়ে যে
নামলো ম্যাসাকারে,
একাত্তরে মেরে ছিল
দেশের মানুষ নির্বিচারে!
এই পশুদের মুখে শুনি
এখন ধর্মকথা!
দেশটা নিয়ে এদের নাকি
অনেক মাথাব্যথা!
রাজাকারের বংশধরে
মিষ্টিকথা বলে,
ভিতর-বাইরে ওরা সবাই
পাক-আদর্শেই চলে!
মুখে মধু এই পশুদের
ভিতরটা যে ফাঁকা,
রাজাকারদের ঘাড়টা যেন
চিরকালই বাঁকা।
এখন ওরা দেশের কথা
বলে কত সুখে!
বাংলাদেশে টিকে থাকতে
ঢং ধরেছে মুখে।
মুক্তিসেনার সাহস দেখে
কাঁপতো পাকির দল,
দেশবিরোধী-রাজাকারের
হয় না বুকের বল।
দেশের মানুষ ওঠরে জেগে
আবার বীরের বেশে,
ঘাতক-দালাল থাকবে নারে
সোনার বাংলাদেশ।
মুক্তিসেনার সাহস দেখে
ওঠরে তোরা জেগে,
বাংলাদেশের ভাগ্য-বদল
হবে ঝড়ের বেগে।
সাইয়িদ রফিকুল হক
১৩/১২/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৫/১২/২০১৯মনোমুগ্ধকর লেখা ,
-
আমীন রুহুল ১৩/১২/২০১৯ভালোলাগলো
-
বাপ্পা দাস ১৩/১২/২০১৯সুন্দর দেশাত্মবোধক কবিতা ।