বুকের ভিতর বারুদ
বুকের ভিতর বারুদ
সাইয়িদ রফিকুল হক
বুকের ভিতর বারুদ জ্বলে
বিজয়-মাসের ডিসেম্বরে,
দেশবিরোধী-ঘাতকেরা
ধুলার মতো যাক না ঝরে।
লাল-সবুজের বাংলাদেশে
উড়বে শুধু শান্তি-কপোত,
একাত্তরের বীর-চেতনায়
আমরা নিবো আবার শপথ।
বীর শহীদের আত্মদানে
স্বাধীনতার স্বপ্ন আঁকা,
জীবন থেকে অনেক প্রিয়
আমার দেশের এই পতাকা।
আমরা এখন স্বাধীন দেশে
ভাবছি শুধু নিজের কথা!
দেশের জন্য নাই যে কারও
একটুখানি মাথাব্যথা।
ভালোবাসার একটা দেশে
থাকবে কেন দলাদলি?
একের নিন্দা অপরজনে
করবে কেন বলাবলি?
সব বাঙালি ধরতে কেন
পারছি নাতো একটা রশি?
স্বদেশভূমির মুখটা কেন
সবার কাছে হয় না শশী?
এতো রক্তের বিনিময়ে
বাংলাদেশটা পেলাম শেষে,
এবার থেকে ঘুরে দাঁড়াও
বীর-বাঙালি বীরের বেশে।
রক্ত যাঁরা দিয়েছিলেন
তাঁরাই দেশের প্রিয়জন,
বুকের ভিতর কথা বলে
প্রাণ হারানো সেই স্বজন।
বুকের ভিতর বারুদ জ্বলে
দেশের শত্রু দেখলে দেশে,
স্বাধীনতার এতো পরেও
রাজাকাররা কেন হাসে?
সাইয়িদ রফিকুল হক
১২/১২/২০১৯
সাইয়িদ রফিকুল হক
বুকের ভিতর বারুদ জ্বলে
বিজয়-মাসের ডিসেম্বরে,
দেশবিরোধী-ঘাতকেরা
ধুলার মতো যাক না ঝরে।
লাল-সবুজের বাংলাদেশে
উড়বে শুধু শান্তি-কপোত,
একাত্তরের বীর-চেতনায়
আমরা নিবো আবার শপথ।
বীর শহীদের আত্মদানে
স্বাধীনতার স্বপ্ন আঁকা,
জীবন থেকে অনেক প্রিয়
আমার দেশের এই পতাকা।
আমরা এখন স্বাধীন দেশে
ভাবছি শুধু নিজের কথা!
দেশের জন্য নাই যে কারও
একটুখানি মাথাব্যথা।
ভালোবাসার একটা দেশে
থাকবে কেন দলাদলি?
একের নিন্দা অপরজনে
করবে কেন বলাবলি?
সব বাঙালি ধরতে কেন
পারছি নাতো একটা রশি?
স্বদেশভূমির মুখটা কেন
সবার কাছে হয় না শশী?
এতো রক্তের বিনিময়ে
বাংলাদেশটা পেলাম শেষে,
এবার থেকে ঘুরে দাঁড়াও
বীর-বাঙালি বীরের বেশে।
রক্ত যাঁরা দিয়েছিলেন
তাঁরাই দেশের প্রিয়জন,
বুকের ভিতর কথা বলে
প্রাণ হারানো সেই স্বজন।
বুকের ভিতর বারুদ জ্বলে
দেশের শত্রু দেখলে দেশে,
স্বাধীনতার এতো পরেও
রাজাকাররা কেন হাসে?
সাইয়িদ রফিকুল হক
১২/১২/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
sudipta chowdhury ২৯/১২/২০১৯Inner strength of a person helps to get shine in life
-
ফয়জুল মহী ১৫/১২/২০১৯মনোমুগ্ধকর লেখা l
-
নুর হোসেন ১৩/১২/২০১৯দুর্দান্ত লিখেছেন, আপনার কলমে জোর আছে সত্যি!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/১২/২০১৯আবার যখের ধন