স্বপ্নভঙ্গের কষ্ট
স্বপ্নভঙ্গের কষ্ট
সাইয়িদ রফিকুল হক
একটা মধুর স্বপ্ন দেখে উঠছি যখন জেগে,
‘পেঁয়াজ-রসুন কমে গেছে’—বউ যে বললো রেগে!
এমনি করে স্বপ্নগুলো যাচ্ছে ঝরে রোজ,
কত স্বপ্ন গায়েব হলো—কেউ নিলো না খোঁজ!
বউয়ের ঝাড়ি, লোকের ঝাড়ি, স্বপ্ন কাঁদে কষ্টে,
আরও অনেক কান্না শুনি, গোটা সমাজ-নষ্টে।
বুকের ভিতর কষ্ট কত! তবুও রাখি চেপে,
দুঃখের পাহাড় কেউ কি কখন দেখতে পারে মেপে?
স্বপ্নদেখার ইচ্ছেগুলো যাচ্ছে এখন মরে,
কত কষ্টে জীবনটা যে রাখছি শুধু ধরে।
অনেক সাধের স্বপ্ন ছিল—মনটাও ছিল ভালো,
ঘুম ভাঙতেই বউ যে এলো মুখটি করে কালো!
স্বপ্নগুলো জানলা দিয়ে কোথায় যেন গেল?
বুকের ভিতর আওয়াজ হলো স্বপ্ন ঝেড়ে ফেল!
স্বপ্নভঙ্গের বিরাট কষ্টে ছিলাম একটু বসে,
তাতেও আবার মুখঝামটা বউ যে দিলো কষে!
সাইয়িদ রফিকুল হক
১১/১২/২০১৯
সাইয়িদ রফিকুল হক
একটা মধুর স্বপ্ন দেখে উঠছি যখন জেগে,
‘পেঁয়াজ-রসুন কমে গেছে’—বউ যে বললো রেগে!
এমনি করে স্বপ্নগুলো যাচ্ছে ঝরে রোজ,
কত স্বপ্ন গায়েব হলো—কেউ নিলো না খোঁজ!
বউয়ের ঝাড়ি, লোকের ঝাড়ি, স্বপ্ন কাঁদে কষ্টে,
আরও অনেক কান্না শুনি, গোটা সমাজ-নষ্টে।
বুকের ভিতর কষ্ট কত! তবুও রাখি চেপে,
দুঃখের পাহাড় কেউ কি কখন দেখতে পারে মেপে?
স্বপ্নদেখার ইচ্ছেগুলো যাচ্ছে এখন মরে,
কত কষ্টে জীবনটা যে রাখছি শুধু ধরে।
অনেক সাধের স্বপ্ন ছিল—মনটাও ছিল ভালো,
ঘুম ভাঙতেই বউ যে এলো মুখটি করে কালো!
স্বপ্নগুলো জানলা দিয়ে কোথায় যেন গেল?
বুকের ভিতর আওয়াজ হলো স্বপ্ন ঝেড়ে ফেল!
স্বপ্নভঙ্গের বিরাট কষ্টে ছিলাম একটু বসে,
তাতেও আবার মুখঝামটা বউ যে দিলো কষে!
সাইয়িদ রফিকুল হক
১১/১২/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ৩১/০১/২০২০খুব ভালো ।
-
sudipta chowdhury ২৭/১২/২০১৯Nice to read. Your poem consists of reality and laugh.
-
আমীন রুহুল ১১/১২/২০১৯ভালো লাগলো
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ১১/১২/২০১৯চমৎকার।