www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমরা যখন ছোট্ট ছিলাম

আমরা যখন ছোট্ট ছিলাম
সাইয়িদ রফিকুল হক

যখন আমরা ছোট্ট ছিলাম
স্বপ্ন ছিল বড়,
মনের ভিতর কথার পাহাড়
হতো অনেক জড়ো।

এখন আমরা বড় হলেও
স্বপ্ন গেছে মুছে,
স্বার্থনেশায় স্বপ্নকথা
কেউ কি এখন পুছে?

সবার এখন চিন্তা হলো
করতে হবে বাড়ি,
অনেক টাকায় অনেক দামি
কিনতে হবে গাড়ি!

স্বপ্নগুলো ঝরে গেছে
বুদ্ধি হওয়ার পরে!
আরও স্বপ্ন জবাই হলো
বউ এলো যে ঘরে!

সবাই এখন লেলিয়ে দেয়
ছুটতে টাকার পিছে,
খোকনসোনার স্বপ্নগুলো
তাইতে এখন মিছে!

আমরা যখন ছোট্ট ছিলাম
ছিলাম কত ভালো,
দুচোখভরে ঝরতো যেন
বিশ্বজয়ের আলো!

এখন আমরা অনেক বড়
স্বপ্ন অনেক ছোটো,
সকাল থেকে সন্ধ্যাবেলা
অর্থকড়ি খোটো!

আমরা যখন ছোট্ট ছিলাম
স্বপ্ন ছিল বড়,
এখন আমরা অনেক বড়
স্বপ্ন হাতে ধরো!


সাইয়িদ রফিকুল হক
১০/১২/২০১৯
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast