আমি মানুষ কিনা
আমি মানুষ কিনা?
সাইয়িদ রফিকুল হক
তোমরা আমার ঠিকানা জানতে চেয়ো না,
আর কখনো জিজ্ঞাসা কোরো না আমার সামাজিক পরিচয়,
কোথায় থাকি? কয়টা বাড়ি আছে? কয়টা গাড়ি আছে?
আর কত অলস-কালো টাকা শুয়ে আছে বিবিধ ব্যাংকে?
আর ঢাকা-শহরের বিভিন্ন জায়গায় আমার কয়টা প্লট আছে?
বিদেশি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি কিনা জিজ্ঞাসা কোরো না,
তোমরা আমাকে দেখো, আর দেখো বারবার, আমি মানুষ কিনা?
মানুষের মূল্য আজ চরমভাবে কমে গেছে সবখানে,
ঘরে-বাইরে আজ কোনোখানে মানুষের কোনো দাম নাই!
টাকার মূল্যে সমাজস্বীকৃত হারামজাদাও আজ মাথার তাজ হয়ে উঠেছে!
এই সমাজে আজ হারামজাদাদের অনেক বড়-বড় নামকরা সব গার্জিয়ান
আর দেশ-বিদেশের আরও কত ক্ষমতাশালী বড়-বড় গডফাদার আছে,
কিন্তু আমাদের দেশে আজ মানুষের কোনো আইনানুগ একজন অভিভাবক নাই!
মানুষের এই সমাজ-রাষ্ট্রে দিন-দিন এখন বড় বেশি মানুষের মূল্য কমে যাচ্ছে।
আমি আজও এই শহরে একখানা বাড়ি কিনতে পারি নাই,
কোনো জায়গায় সুদৃশ্য ভবনের ফ্ল্যাটের বুকিংও দিতে পারি নাই,
আসলে এসব দখল করার মতো আমার কোনো মুরোদ বা ক্ষমতা নাই।
আমি নিজেই আজ স্বীকার করি, আমি এই সমাজে সম্পূর্ণ অচল আর অযোগ্য।
তোমরা আমাকে একবারও জিজ্ঞাসা করবে না, আজ অবধি আমি কত টাকার মালিক?
কিংবা আমার এই জীবনে আমি একখানা ব্যাংক নিজের দখলে রাখতে পেরেছি কিনা?
তোমরা আমাকে খুঁটে-খুঁটে খুব ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করো, প্রয়োজনে গবেষণা করো,
তারপর দেখো, আমি এই পৃথিবীতে কোনোরকমে চলার মতো সামান্য একজন মানুষ কিনা?
সাইয়িদ রফিকুল হক
০৯/১২/২০১৯
সাইয়িদ রফিকুল হক
তোমরা আমার ঠিকানা জানতে চেয়ো না,
আর কখনো জিজ্ঞাসা কোরো না আমার সামাজিক পরিচয়,
কোথায় থাকি? কয়টা বাড়ি আছে? কয়টা গাড়ি আছে?
আর কত অলস-কালো টাকা শুয়ে আছে বিবিধ ব্যাংকে?
আর ঢাকা-শহরের বিভিন্ন জায়গায় আমার কয়টা প্লট আছে?
বিদেশি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি কিনা জিজ্ঞাসা কোরো না,
তোমরা আমাকে দেখো, আর দেখো বারবার, আমি মানুষ কিনা?
মানুষের মূল্য আজ চরমভাবে কমে গেছে সবখানে,
ঘরে-বাইরে আজ কোনোখানে মানুষের কোনো দাম নাই!
টাকার মূল্যে সমাজস্বীকৃত হারামজাদাও আজ মাথার তাজ হয়ে উঠেছে!
এই সমাজে আজ হারামজাদাদের অনেক বড়-বড় নামকরা সব গার্জিয়ান
আর দেশ-বিদেশের আরও কত ক্ষমতাশালী বড়-বড় গডফাদার আছে,
কিন্তু আমাদের দেশে আজ মানুষের কোনো আইনানুগ একজন অভিভাবক নাই!
মানুষের এই সমাজ-রাষ্ট্রে দিন-দিন এখন বড় বেশি মানুষের মূল্য কমে যাচ্ছে।
আমি আজও এই শহরে একখানা বাড়ি কিনতে পারি নাই,
কোনো জায়গায় সুদৃশ্য ভবনের ফ্ল্যাটের বুকিংও দিতে পারি নাই,
আসলে এসব দখল করার মতো আমার কোনো মুরোদ বা ক্ষমতা নাই।
আমি নিজেই আজ স্বীকার করি, আমি এই সমাজে সম্পূর্ণ অচল আর অযোগ্য।
তোমরা আমাকে একবারও জিজ্ঞাসা করবে না, আজ অবধি আমি কত টাকার মালিক?
কিংবা আমার এই জীবনে আমি একখানা ব্যাংক নিজের দখলে রাখতে পেরেছি কিনা?
তোমরা আমাকে খুঁটে-খুঁটে খুব ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করো, প্রয়োজনে গবেষণা করো,
তারপর দেখো, আমি এই পৃথিবীতে কোনোরকমে চলার মতো সামান্য একজন মানুষ কিনা?
সাইয়িদ রফিকুল হক
০৯/১২/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১০/১২/২০১৯দারুণ বাস্তব চিত্র ফুটে উঠেছে লেখায় |
-
নুর হোসেন ১০/১২/২০১৯চমৎকার লিখেছেন, ভাল লাগলো।