তুমি বৃষ্টি হলে
তুমি বৃষ্টি হলে
সাইয়িদ রফিকুল হক
তুমি যেন খুব লাজুক বৃষ্টি,
ডাকলে কখনো কাছে আসো না,
হঠাৎ-হঠাৎ নিজের খুশিতে ঝরাও আনন্দ!
তোমার ইচ্ছেগুলো কেমন যেন!
হঠাৎ চমকে দেয় আমার হৃদযন্ত্রটাকে পর্যন্ত,
তোমার খুশির ঝিলিকেও যেন ভীষণরকম লাজুকতা!
তুমি যে কেন সত্যি-সত্যি বৃষ্টি হলে না!
তবুও তোমাকে মাঝে-মাঝে ছুঁয়ে দেখতে পারতাম,
এখন তোমার-আমার মাঝে অভিশাপের দূরত্ব সপ্তপারাবার।
তুমি বৃষ্টি হলে আমার যে খুব মজা হতো!
ইচ্ছেমতো তোমার রুপালি জলে ভিজতে পারতাম সকাল-দুপুর,
তুমি বৃষ্টি হলে শ্রাবণের সন্ধ্যাটা আমার খুব ভালো কাটতো
তোমার ছন্দময় গান শুনে-শুনে।
তুমি একদিন বৃষ্টি হলে আমায় একটু দেখা দিয়ো,
সেদিন আমি খোলাপ্রান্তরে নেমে তোমার ছোঁওয়ায় আন্দোলিত হবো,
তুমি একদিন বৃষ্টি হলে আমার খোলা জানালার ধারে একটু এসো,
আর হাসিমুখে ছড়িয়ে দিয়ো তোমার ভালোবাসার সুগন্ধি ফুলকণা!
সাইয়িদ রফিকুল হক
০৯/১২/২০১৯
সাইয়িদ রফিকুল হক
তুমি যেন খুব লাজুক বৃষ্টি,
ডাকলে কখনো কাছে আসো না,
হঠাৎ-হঠাৎ নিজের খুশিতে ঝরাও আনন্দ!
তোমার ইচ্ছেগুলো কেমন যেন!
হঠাৎ চমকে দেয় আমার হৃদযন্ত্রটাকে পর্যন্ত,
তোমার খুশির ঝিলিকেও যেন ভীষণরকম লাজুকতা!
তুমি যে কেন সত্যি-সত্যি বৃষ্টি হলে না!
তবুও তোমাকে মাঝে-মাঝে ছুঁয়ে দেখতে পারতাম,
এখন তোমার-আমার মাঝে অভিশাপের দূরত্ব সপ্তপারাবার।
তুমি বৃষ্টি হলে আমার যে খুব মজা হতো!
ইচ্ছেমতো তোমার রুপালি জলে ভিজতে পারতাম সকাল-দুপুর,
তুমি বৃষ্টি হলে শ্রাবণের সন্ধ্যাটা আমার খুব ভালো কাটতো
তোমার ছন্দময় গান শুনে-শুনে।
তুমি একদিন বৃষ্টি হলে আমায় একটু দেখা দিয়ো,
সেদিন আমি খোলাপ্রান্তরে নেমে তোমার ছোঁওয়ায় আন্দোলিত হবো,
তুমি একদিন বৃষ্টি হলে আমার খোলা জানালার ধারে একটু এসো,
আর হাসিমুখে ছড়িয়ে দিয়ো তোমার ভালোবাসার সুগন্ধি ফুলকণা!
সাইয়িদ রফিকুল হক
০৯/১২/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৯/১২/২০১৯ভাল লাগলো কবিতা।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৯/১২/২০১৯রিয়েলি বিউটিফুল
-
মোঃ বুলবুল হোসেন ০৮/১২/২০১৯সুন্দর কাব্য