একটা জীবন
একটা জীবন
সাইয়িদ রফিকুল হক
একটা জীবন একটা মন,
একসময় তার হবে মরণ!
এই জীবনে ভাবনা কীসের?
মরলে তোমার লাভ কী নিজের?
কীসের লোভে আজকে তুমি গড়ছো টাকার খনি,
ভাবছো তুমি মরার পরেও থাকবে চোখের মণি?
তোমার টাকা বসে-বসে খাবে বারোভূতে!
একদিনও না কবর-গিয়ে কাঁদবে তোমার পুতে।
তবুও তোমার টাকার লোভে আসে নাকো ঘুম,
সকাল থেকে সন্ধ্যারাতে ঘুষখাওয়ারই ধুম।
মানুষ তুমি পরকালে হবে বিরাট পশু,
এই দুনিয়ায় থাকলে কেন চিরঅধম শিশু?
তোমার পাপে মরবে তুমি—যাবে জাহান্নামে,
অনেক টাকা—ঘুষের বাড়ি—আসবে ভীষণ কামে?
একটা জীবন লোভের আগুন ঠেলছে তোমায় পাপে,
মরার আগে মরিস নারে সব মানুষের শাপে।
সাইয়িদ রফিকুল হক
২৫/১১/২০১৯
সাইয়িদ রফিকুল হক
একটা জীবন একটা মন,
একসময় তার হবে মরণ!
এই জীবনে ভাবনা কীসের?
মরলে তোমার লাভ কী নিজের?
কীসের লোভে আজকে তুমি গড়ছো টাকার খনি,
ভাবছো তুমি মরার পরেও থাকবে চোখের মণি?
তোমার টাকা বসে-বসে খাবে বারোভূতে!
একদিনও না কবর-গিয়ে কাঁদবে তোমার পুতে।
তবুও তোমার টাকার লোভে আসে নাকো ঘুম,
সকাল থেকে সন্ধ্যারাতে ঘুষখাওয়ারই ধুম।
মানুষ তুমি পরকালে হবে বিরাট পশু,
এই দুনিয়ায় থাকলে কেন চিরঅধম শিশু?
তোমার পাপে মরবে তুমি—যাবে জাহান্নামে,
অনেক টাকা—ঘুষের বাড়ি—আসবে ভীষণ কামে?
একটা জীবন লোভের আগুন ঠেলছে তোমায় পাপে,
মরার আগে মরিস নারে সব মানুষের শাপে।
সাইয়িদ রফিকুল হক
২৫/১১/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
sudipta chowdhury ২৭/১২/২০১৯Love says "If you remember me or not; I remember you always.
-
আরজু নাসরিন পনি ২৬/১১/২০১৯খুব সুন্দর লিখেছেন।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৬/১১/২০১৯এই তো জীবন, যাকনা চলে যেদিকে যেতে চায় প্রাণ..