মূর্খমানব
মূর্খমানব
সাইয়িদ রফিকুল হক
তুমি এমন মূর্খমানব,
ভাবছি এখন তোমায় দানব।
বুকের ভিতর ঘৃণা রেখে—
শোনাও তুমি ভালোবাসার বাণী!
মূর্খমানব, তোমায় আমরা জানি, জানি।
তোমার বুকে কীসের ব্যথা? বুঝতে আমরা পারি,
একটু সুযোগ পেলেই তুমি—দিবে কোথাও পাড়ি!
দেশের জন্য মায়াকান্না দেখছি তোমার বুকে,
বীর-বাঙালির দুঃখ দেখে—ফোটে হাসি তোমার মুখে!
কত ভালো ছেলে তুমি! সময় হলে হবে কত বড়!
দেশের ভালো করতে তুমি শত্রু করছো জড়ো!
তোমার মতো অনেক পাঁঠা চাচ্ছে দেশের ক্ষতি,
অনেক লোভে নাই যে ভালো তোমার মতিগতি।
বুকের ভিতর বাজে তোমার কোন সে পুরের গান?
দেশের ভালো শুনলে তুমি বন্ধ করো কান!
তোমার মতো রামপাঁঠাদের লাগবে নাকো দেশের,
দেশের শত্রু মূর্খমানব, বুঝবে মানে এই শ্লেষের?
সাইয়িদ রফিকুল হক
২৩/১১/২০১৯
সাইয়িদ রফিকুল হক
তুমি এমন মূর্খমানব,
ভাবছি এখন তোমায় দানব।
বুকের ভিতর ঘৃণা রেখে—
শোনাও তুমি ভালোবাসার বাণী!
মূর্খমানব, তোমায় আমরা জানি, জানি।
তোমার বুকে কীসের ব্যথা? বুঝতে আমরা পারি,
একটু সুযোগ পেলেই তুমি—দিবে কোথাও পাড়ি!
দেশের জন্য মায়াকান্না দেখছি তোমার বুকে,
বীর-বাঙালির দুঃখ দেখে—ফোটে হাসি তোমার মুখে!
কত ভালো ছেলে তুমি! সময় হলে হবে কত বড়!
দেশের ভালো করতে তুমি শত্রু করছো জড়ো!
তোমার মতো অনেক পাঁঠা চাচ্ছে দেশের ক্ষতি,
অনেক লোভে নাই যে ভালো তোমার মতিগতি।
বুকের ভিতর বাজে তোমার কোন সে পুরের গান?
দেশের ভালো শুনলে তুমি বন্ধ করো কান!
তোমার মতো রামপাঁঠাদের লাগবে নাকো দেশের,
দেশের শত্রু মূর্খমানব, বুঝবে মানে এই শ্লেষের?
সাইয়িদ রফিকুল হক
২৩/১১/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৪/১১/২০১৯কবিতাটি দেশপ্রেমের, ভাল লাগলো, কিন্ত আরও ভাল আশা করি কবি।
-
আরজু নাসরিন পনি ২৪/১১/২০১৯বাহ্ দারুণ দেশপ্রেমের কবিতা। শুভকামনা রইলো।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/১১/২০১৯গল্পের মতো কবিতা।
-
নুর হোসেন ২৪/১১/২০১৯ভাল লাগলো