মওজুদদারের মুখে লাথি
মওজুদদারের মুখে লাথি
সাইয়িদ রফিকুল হক
তরকারিটা চলছে রাঁধা
পেঁয়াজ ছাড়াই ভালো,
মওজুদকারী-শুয়োরগুলোর
মুখটি এবার কালো!
পেঁয়াজ কি ভাই এমন খাবার?
পেঁয়াজ ছাড়াই চলে,
মওজুদদারের কালোটাকা
যাক না ভেসে জলে!
মওজুদদারকে লাথি মেরে
চলো সবাই বীরের বেশে,
দেশবিরোধী-ঘাতক যেন
আর থাকে না বাংলাদেশে।
পাপের বোঝা ভারী করে
দাম বাড়ালো পেঁয়াজে,
শয়তান আছে এদের মাথায়
মগজখানার ভাঁজে।
এই পাপীদের ধরতে হবে
কাটতে হবে ওদের কান,
ওরা বাঁচলে বীর-বাঙালির
বাঁচবে নাকো কারও জান।
বাংলাদেশের খবিসগুলো
গড়ছে ভীষণ সিন্ডিকেট,
এদের জ্বালায় ভরছে নাতো
গরিব-দুঃখী কারও পেট।
বাংলাদেশের শুয়োরগুলো
হচ্ছে বিরাট ধনী,
এদের চাপে প্রাণ হারাবে
দেশপ্রেমিক আর গুণী।
মওজুদদারের মুখে লাথি
ভাঙবো এবার শত্রুগোলা,
দেখবো নাতো একটু চেয়ে
পাপীরা সব কাদের পোলা।
সাইয়িদ রফিকুল হক
১৭/১১/২০১৯
সাইয়িদ রফিকুল হক
তরকারিটা চলছে রাঁধা
পেঁয়াজ ছাড়াই ভালো,
মওজুদকারী-শুয়োরগুলোর
মুখটি এবার কালো!
পেঁয়াজ কি ভাই এমন খাবার?
পেঁয়াজ ছাড়াই চলে,
মওজুদদারের কালোটাকা
যাক না ভেসে জলে!
মওজুদদারকে লাথি মেরে
চলো সবাই বীরের বেশে,
দেশবিরোধী-ঘাতক যেন
আর থাকে না বাংলাদেশে।
পাপের বোঝা ভারী করে
দাম বাড়ালো পেঁয়াজে,
শয়তান আছে এদের মাথায়
মগজখানার ভাঁজে।
এই পাপীদের ধরতে হবে
কাটতে হবে ওদের কান,
ওরা বাঁচলে বীর-বাঙালির
বাঁচবে নাকো কারও জান।
বাংলাদেশের খবিসগুলো
গড়ছে ভীষণ সিন্ডিকেট,
এদের জ্বালায় ভরছে নাতো
গরিব-দুঃখী কারও পেট।
বাংলাদেশের শুয়োরগুলো
হচ্ছে বিরাট ধনী,
এদের চাপে প্রাণ হারাবে
দেশপ্রেমিক আর গুণী।
মওজুদদারের মুখে লাথি
ভাঙবো এবার শত্রুগোলা,
দেখবো নাতো একটু চেয়ে
পাপীরা সব কাদের পোলা।
সাইয়িদ রফিকুল হক
১৭/১১/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ২৫/১১/২০১৯চমৎকার লাগল
-
মেহেদি হাসান আবিদ ২৪/১১/২০১৯অসাধারণ ।
-
স্বপন গায়েন ২০/১১/২০১৯সু ন্দ র
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৮/১১/২০১৯মন্দ নয়। চালিয়ে যান।
-
নুর হোসেন ১৭/১১/২০১৯অন্য ভাবে প্রতিবাদ করা যেত, ছড়া/কবিতায় 'শুয়োর' শব্দ বেমানান।
-অন্য লাইনগুলো যথার্থ।