দিনশেষে তোর
দিনশেষে তোর
সাইয়িদ রফিকুল হক
দিনশেষে তোর কিছুই নাইরে
সবই দেখি মরীচিকা!
জীবনভর যে মরলি খেটে
মারলি মিথ্যা চিকা।
হাতের পাঁচও ফেললি খুইয়ে
বাঁচবি এখন কীসে?
বিশ্বভুবন নয়কো সুখের
পাবি নাকো দিশে।
কার জন্য তুই মরবি খেটে?
কে যে তোর আপন,
তারচে ভালো কর না তুই
সহজ-সরল জীবনযাপন।
ভণ্ডলোকের মিষ্টিকথায়
ভুলিস নারে তুই,
কদিন পরে সেই বিঁধাবে
তোর বুকে যে সুঁই!
দিনশেষে তুই শপথ নে রে
আর যাবি না পাপে,
এই দুনিয়ায় মরবি ডুবে
অন্ধ-গোরে কাটবে সাপে!
সাইয়িদ রফিকুল হক
১৬/১১/২০১৯
সাইয়িদ রফিকুল হক
দিনশেষে তোর কিছুই নাইরে
সবই দেখি মরীচিকা!
জীবনভর যে মরলি খেটে
মারলি মিথ্যা চিকা।
হাতের পাঁচও ফেললি খুইয়ে
বাঁচবি এখন কীসে?
বিশ্বভুবন নয়কো সুখের
পাবি নাকো দিশে।
কার জন্য তুই মরবি খেটে?
কে যে তোর আপন,
তারচে ভালো কর না তুই
সহজ-সরল জীবনযাপন।
ভণ্ডলোকের মিষ্টিকথায়
ভুলিস নারে তুই,
কদিন পরে সেই বিঁধাবে
তোর বুকে যে সুঁই!
দিনশেষে তুই শপথ নে রে
আর যাবি না পাপে,
এই দুনিয়ায় মরবি ডুবে
অন্ধ-গোরে কাটবে সাপে!
সাইয়িদ রফিকুল হক
১৬/১১/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১২/০১/২০২০অসাধারন
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ২৪/১১/২০১৯সুন্দর ও সত্য উপলব্ধি
-
Tanju H ১৯/১১/২০১৯অসাধারন।
-
নুর হোসেন ১৭/১১/২০১৯সকল প্রানী মৃত্যুর কাছে বাঁধা,
তাই অসৎ কাজ করার পুর্বে মৃত্যুকে স্মরন করা উচিত।
ভাল লাগলো বাস্তব কবিত। -
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৭/১১/২০১৯মন্দ নয়