জীবনজুড়ে কষ্ট
জীবনজুড়ে কষ্ট
সাইয়িদ রফিকুল হক
জীবনজুড়ে কষ্ট দেখি
কোথায় সুখের ঠাঁই?
স্বার্থলোভে পর হলো যে
নিজের আপন ভাই!
কেউ দেখে না এসব দুঃখ?
কোথায় পাবো ভেলা?
আর কতকাল চলবে এমন
জীবননাশের খেলা?
বাঁচার ভেলা দেখি নাতো
ডুবছি শুধু যন্ত্রণায়,
কী লাভ হবে লোকদেখানো
ভালোবাসার মন্ত্রণায়?
জীবনজুড়ে কষ্ট দেখি
কোথায় মিলবে সুখ?
চারিদিকে দেখি নাতো
ভালোবাসার একটি মুখ।
সাইয়িদ রফিকুল হক
১৩/১১/২০১৯
সাইয়িদ রফিকুল হক
জীবনজুড়ে কষ্ট দেখি
কোথায় সুখের ঠাঁই?
স্বার্থলোভে পর হলো যে
নিজের আপন ভাই!
কেউ দেখে না এসব দুঃখ?
কোথায় পাবো ভেলা?
আর কতকাল চলবে এমন
জীবননাশের খেলা?
বাঁচার ভেলা দেখি নাতো
ডুবছি শুধু যন্ত্রণায়,
কী লাভ হবে লোকদেখানো
ভালোবাসার মন্ত্রণায়?
জীবনজুড়ে কষ্ট দেখি
কোথায় মিলবে সুখ?
চারিদিকে দেখি নাতো
ভালোবাসার একটি মুখ।
সাইয়িদ রফিকুল হক
১৩/১১/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
sudipta chowdhury ২৭/১২/২০১৯Human life consists of suffering and pains but the pain from close person become unbearable in life.
-
প্রসেনজিৎ বিশ্বাস ১৭/১১/২০১৯খুবসুন্দর
-
অমরাবতী বসু ১৪/১১/২০১৯বাহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৪/১১/২০১৯অসামান্য লেখা। এত সুন্দর লেখা আগে কখনও পড়িনি।
-
নাসরীন আক্তার রুবি ১৩/১১/২০১৯কবিতাটি ভাল লাগল।
-
হাসান ইবনে নজরুল ১৩/১১/২০১৯জীবন যন্ত্রণাময়! এ চিরন্তন সত্য। এর মধ্যেই সুখের ভান বলুন আর যাই বলুন সেটা করে যেতে হবে। ভাল লাগল কবি সাহেব