তবুও বসে আছি
তবুও বসে আছি
সাইয়িদ রফিকুল হক
ভালো থাকি কেমন করে?
বসিয়ে রেখে গিয়েছিলে যে-কদমগাছটার নিচে
আজ সকালে সেটি উড়ে গেছে প্রচণ্ড ঝড়ে,
মাথার উপরে এখন রোদ নাই, ছায়া নাই,
তবুও আশায়-আশায় বসে আছি বৃষ্টিতে ভিজে।
কথা ছিল আসবে তুমি—
তারপর বহু বছর ধরে বপন করবো শুধু স্বপ্ন,
স্বপ্ন-বীজেরা বুঝি মরে যাচ্ছে বিনা রোপণে,
আশার ছলনায় তারা কেঁদেছে অজন্মা হয়ে,
তবুও মেলেনি একটু চোখের দেখা কোনোদিন।
পৃথিবীতে এখন ছলনার রাজত্ব—
আশায় বুক বেঁধে ডুবে যাচ্ছি ছলনার জলে,
কাঙ্ক্ষিত স্বপ্ন লুটে নিচ্ছে অনাকাঙ্ক্ষিত স্বার্থ,
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে—মেলেনি একটু ছায়া,
আশায় বসে আছি—তবুও জোটেনি কারও মায়া।
সাইয়িদ রফিকুল হক
১০/১১/২০১৯
সাইয়িদ রফিকুল হক
ভালো থাকি কেমন করে?
বসিয়ে রেখে গিয়েছিলে যে-কদমগাছটার নিচে
আজ সকালে সেটি উড়ে গেছে প্রচণ্ড ঝড়ে,
মাথার উপরে এখন রোদ নাই, ছায়া নাই,
তবুও আশায়-আশায় বসে আছি বৃষ্টিতে ভিজে।
কথা ছিল আসবে তুমি—
তারপর বহু বছর ধরে বপন করবো শুধু স্বপ্ন,
স্বপ্ন-বীজেরা বুঝি মরে যাচ্ছে বিনা রোপণে,
আশার ছলনায় তারা কেঁদেছে অজন্মা হয়ে,
তবুও মেলেনি একটু চোখের দেখা কোনোদিন।
পৃথিবীতে এখন ছলনার রাজত্ব—
আশায় বুক বেঁধে ডুবে যাচ্ছি ছলনার জলে,
কাঙ্ক্ষিত স্বপ্ন লুটে নিচ্ছে অনাকাঙ্ক্ষিত স্বার্থ,
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে—মেলেনি একটু ছায়া,
আশায় বসে আছি—তবুও জোটেনি কারও মায়া।
সাইয়িদ রফিকুল হক
১০/১১/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অমরাবতী বসু ১৪/১১/২০১৯খুব সুন্দর। আমার লেখা পোস্ট হচ্ছে না কেনো কে জানে??
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/১১/২০১৯দারুণ সুন্দর লেখা। আগে কখনও পড়িনি।
-
হাসান ইবনে নজরুল ১১/১১/২০১৯আশা-ই জীবনকে বাঁচিয়ে রাখে। সুতরাং আশা হারানো যাবে না প্রিয় কবিবর।ভাল লাগল