গুলবাগিচার সেরা ফুল
গুলবাগিচার সেরা ফুল
সাইয়িদ রফিকুল হক
গুলবাগিচায় মাতামাতি করছে কত ফুল!
ধরাধামে আজকে এলেন আমাদেরই রাসুল।
বিশ্বজাহান হাসাহাসি করছে কত সুখে,
রাসুল এলেন ধরাধামে—পুণ্য চন্দ্রমুখে।
সাগর-নদী, গিরি-পাহাড় হাসে কত খোশে,
বিশ্বনবীর আগমনে নাচছে সবাই জোশে!
আজকে খুশির পুণ্য ঈদে নাইরে কোনো ভেদ,
সবাই এসো ভালাবাসায়—ভুলে মনের জেদ।
গুলবাগিচার সেরা ফুল আন মোহাম্মদ রাসুল,
নবীর শানে দরুদ পড়ে ভাঙরে মনের ভুল।
ভালোবাসার ঢেউ জেগেছে আজকে সবার মনে,
আয়রে সবাই ঈদের জোশে—যাসনে পাপের সনে।
সাইয়িদ রফিকুল হক
১০/১১/২০১৯
সাইয়িদ রফিকুল হক
গুলবাগিচায় মাতামাতি করছে কত ফুল!
ধরাধামে আজকে এলেন আমাদেরই রাসুল।
বিশ্বজাহান হাসাহাসি করছে কত সুখে,
রাসুল এলেন ধরাধামে—পুণ্য চন্দ্রমুখে।
সাগর-নদী, গিরি-পাহাড় হাসে কত খোশে,
বিশ্বনবীর আগমনে নাচছে সবাই জোশে!
আজকে খুশির পুণ্য ঈদে নাইরে কোনো ভেদ,
সবাই এসো ভালাবাসায়—ভুলে মনের জেদ।
গুলবাগিচার সেরা ফুল আন মোহাম্মদ রাসুল,
নবীর শানে দরুদ পড়ে ভাঙরে মনের ভুল।
ভালোবাসার ঢেউ জেগেছে আজকে সবার মনে,
আয়রে সবাই ঈদের জোশে—যাসনে পাপের সনে।
সাইয়িদ রফিকুল হক
১০/১১/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/১১/২০১৯অসাধারণ। পড়ে মুগ্ধ হলাম।
-
তাবেরী ১১/১১/২০১৯অসাধারণ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১১/১১/২০১৯মন মাতানো লেখা। অনবদ্য। ভালো থাকুন কবিবর।
-
হাসান ইবনে নজরুল ১১/১১/২০১৯ইয়া নবী দরুদ আপনার প্রতি।
খুব ভাল লাগল