হাল-ফ্যাশনের ললনারা
হাল-ফ্যাশনের ললনারা
সাইয়িদ রফিকুল হক
হাল-ফ্যাশনের ললনারা
দিচ্ছে কত পোজ,
বাইরে এরা ভীষণ ভালো!
নেয় না ঘরের খোঁজ।
চেহারাটা দেখলে এদের
ভাববে কত ভালো,
আসলে যে মনটা এদের
চিরদিনের কালো।
ভিতর যদি সব মানুষের
একটু দেখা যেত,
এই জগতে মানবজাতি
মুক্তি তবে পেত।
হাল-ফ্যাশনের মেয়েগুলো
ভীষণ স্বার্থপর,
বাহিরটাকে আপন ভেবে
ঘরকে ভাবে পর!
মূর্খগুলো এখন দেখি
হচ্ছে বহুরূপী,
পরকীয়ায় যাচ্ছে ডুবে
কেউ-বা চুপিচুপি।
হাল-ফ্যাশনের ললনারা
ফিরে এসো ঘরে,
ভালোবাসার আপনভুবন
দেখ হৃদয়ভরে।
সাইয়িদ রফিকুল হক
০৯/১১/২০১৯
সাইয়িদ রফিকুল হক
হাল-ফ্যাশনের ললনারা
দিচ্ছে কত পোজ,
বাইরে এরা ভীষণ ভালো!
নেয় না ঘরের খোঁজ।
চেহারাটা দেখলে এদের
ভাববে কত ভালো,
আসলে যে মনটা এদের
চিরদিনের কালো।
ভিতর যদি সব মানুষের
একটু দেখা যেত,
এই জগতে মানবজাতি
মুক্তি তবে পেত।
হাল-ফ্যাশনের মেয়েগুলো
ভীষণ স্বার্থপর,
বাহিরটাকে আপন ভেবে
ঘরকে ভাবে পর!
মূর্খগুলো এখন দেখি
হচ্ছে বহুরূপী,
পরকীয়ায় যাচ্ছে ডুবে
কেউ-বা চুপিচুপি।
হাল-ফ্যাশনের ললনারা
ফিরে এসো ঘরে,
ভালোবাসার আপনভুবন
দেখ হৃদয়ভরে।
সাইয়িদ রফিকুল হক
০৯/১১/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ০৯/১১/২০১৯সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৯/১১/২০১৯এত সুন্দর লেখা, প্রাণ জুড়িয়ে যায়।
-
হাসান ইবনে নজরুল ০৯/১১/২০১৯যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষেরও পরিবর্তন হবে এটাই স্বাভাবিক। তবে নীতি-নৈতিকতার দিকে অবশ্যই খেয়াল রাখা উচিৎ