যুব-কন্যা
যুব-কন্যা
সাইয়িদ রফিকুল হক
যুব-কন্যার কেশে
পাক ধরেছে শেষে,
বাজার গেছে পড়ে
যুব-কন্যা এখনও তাই ঘরে!
সময় থাকতে কন্যা
তুমি ছিলে অনন্যা,
এখন তুমি পৌঢ়া
মুখে নাই যে হাসির বন্যা!
জীবন-মানে বুঝে
নিতে যদি বর খুঁজে,
থাকতেনা আজ চক্ষু বুজে
এখন তুমি বাঁচবে একা যুঝে?
সাইয়িদ রফিকুল হক
০৭/১১/২০১৯
সাইয়িদ রফিকুল হক
যুব-কন্যার কেশে
পাক ধরেছে শেষে,
বাজার গেছে পড়ে
যুব-কন্যা এখনও তাই ঘরে!
সময় থাকতে কন্যা
তুমি ছিলে অনন্যা,
এখন তুমি পৌঢ়া
মুখে নাই যে হাসির বন্যা!
জীবন-মানে বুঝে
নিতে যদি বর খুঁজে,
থাকতেনা আজ চক্ষু বুজে
এখন তুমি বাঁচবে একা যুঝে?
সাইয়িদ রফিকুল হক
০৭/১১/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ১২/১১/২০১৯খুব ভাল
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৯/১১/২০১৯মন্ত্রমুগ্ধ
-
কে. পাল ০৮/১১/২০১৯Bess
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/১১/২০১৯মুগ্ধ।