পেঁয়াজের ঝাঁঝ
পেঁয়াজের ঝাঁঝ
সাইয়িদ রফিকুল হক
পেঁয়াজের ঝাঁঝ নিচ্ছে কেড়ে
কর্তাব্যক্তির ঘুম,
মওজুদদারের ফায়দা লোটার
পড়ে গেছে ধুম!
দেশবাসীকে জিম্মি করে
শত্রু লাফায় খুশে,
এইসময়ে অসৎ-নেতা
ডুবে আছে ঘুষে!
মওজুদদারের আস্তানাতে
দিচ্ছো আগুন কবে?
পেঁয়াজ-ঝাঁঝে আমরা সবাই
মরবো নাকি ভবে?
ভণ্ডগুলোর চামড়া তুলে
বাজাও এবার ডুগডুগি,
দেশজনতা চায় না হতে
এমনতর ভুক্তভোগী।
সাইয়িদ রফিকুল হক
০৬/১১/২০১৯
সাইয়িদ রফিকুল হক
পেঁয়াজের ঝাঁঝ নিচ্ছে কেড়ে
কর্তাব্যক্তির ঘুম,
মওজুদদারের ফায়দা লোটার
পড়ে গেছে ধুম!
দেশবাসীকে জিম্মি করে
শত্রু লাফায় খুশে,
এইসময়ে অসৎ-নেতা
ডুবে আছে ঘুষে!
মওজুদদারের আস্তানাতে
দিচ্ছো আগুন কবে?
পেঁয়াজ-ঝাঁঝে আমরা সবাই
মরবো নাকি ভবে?
ভণ্ডগুলোর চামড়া তুলে
বাজাও এবার ডুগডুগি,
দেশজনতা চায় না হতে
এমনতর ভুক্তভোগী।
সাইয়িদ রফিকুল হক
০৬/১১/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান ইবনে নজরুল ০৮/১১/২০১৯
-
মোঃ শফিকুল ইসলাম মোল্লা (সজীব) ০৭/১১/২০১৯সমসাময়িক
-
জাহিরুল মিলন ০৬/১১/২০১৯পেয়াজ! মিস্টেরিয়াস ব্যাপার
-
টি এম আমান উল্লাহ ০৬/১১/২০১৯সুন্দর
-
আসিফ আহম্মেদ ০৬/১১/২০১৯অনবদ্য! অনন্য অনুভুতির অসাধারণ ভাবনায় রচিত লেখনি পাঠে বেশ লাগলো। শুভেচ্ছা সতত।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৬/১১/২০১৯সুন্দর লাগলো।
সমসাময়িক লেখা ভাল লেগেছে।