সুখপাখিটা
সুখপাখিটা
সাইয়িদ রফিকুল হক
ভগ্নছাদের কার্ণিশ বেয়ে কেমন করে যেন নেমে এলো দুঃখগুলো
জানলাগুলো বন্ধ করে রেখেছিলাম অনেক আগে থেকে
তবুও সুখপাখিটা পালিয়ে গেল দরজা খুলে!
ভালোবাসি না কাউকে আর কখনো ভুল করে
ভালোবাসার এখন কঠিন অসুখ, অনেক ব্যাধি প্রেমরাজ্যে
তবুও মন কেমন-কেমন করে হৃদয়ব্যাধির পরিত্যাজ্যে!
সুখপাখিটা ধরতে গিয়ে ফিরে এলাম কঠিন শাসানি খেয়ে
সবার নাকি ধরতে মানা সুখপাখিটার পুচ্ছ
ডাস্টবিনে পড়ে আছে অনেক সাধের রজনীগন্ধা একগুচ্ছ!
সুখপাখিটা কোথায় থাকে? কেউ বলে না তার ঠিকানা
অন্ধগুলোর সাবানমাখা তেলচকচকে চেহারায় সুখের ঝর্নাধারা
সুন্দর চোখের মানুষগুলো এখন দেখি সমাজের চোখে অন্ধকানা!
সাইয়িদ রফিকুল হক
০৪/১১/২০১৯
সাইয়িদ রফিকুল হক
ভগ্নছাদের কার্ণিশ বেয়ে কেমন করে যেন নেমে এলো দুঃখগুলো
জানলাগুলো বন্ধ করে রেখেছিলাম অনেক আগে থেকে
তবুও সুখপাখিটা পালিয়ে গেল দরজা খুলে!
ভালোবাসি না কাউকে আর কখনো ভুল করে
ভালোবাসার এখন কঠিন অসুখ, অনেক ব্যাধি প্রেমরাজ্যে
তবুও মন কেমন-কেমন করে হৃদয়ব্যাধির পরিত্যাজ্যে!
সুখপাখিটা ধরতে গিয়ে ফিরে এলাম কঠিন শাসানি খেয়ে
সবার নাকি ধরতে মানা সুখপাখিটার পুচ্ছ
ডাস্টবিনে পড়ে আছে অনেক সাধের রজনীগন্ধা একগুচ্ছ!
সুখপাখিটা কোথায় থাকে? কেউ বলে না তার ঠিকানা
অন্ধগুলোর সাবানমাখা তেলচকচকে চেহারায় সুখের ঝর্নাধারা
সুন্দর চোখের মানুষগুলো এখন দেখি সমাজের চোখে অন্ধকানা!
সাইয়িদ রফিকুল হক
০৪/১১/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান ইবনে নজরুল ০৭/১১/২০১৯সুখ পাখিটা ধরতে গিয়ে ফিরে এলাম শাসানি খেয়ে!😶 বাস্তবতা কখনও এমনি হয়!
-
টি এম আমান উল্লাহ ০৬/১১/২০১৯ভালো লাগল
-
জাহিরুল মিলন ০৫/১১/২০১৯ভালো
-
অবিরুদ্ধ মাহমুদ ০৫/১১/২০১৯চমৎকার
-
পি পি আলী আকবর ০৫/১১/২০১৯ভালোই
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৫/১১/২০১৯হু