পূজার ফুলে ভুল ছিল না
পূজার ফুলে ভুল ছিল না
সাইয়িদ রফিকুল হক
পূজার ফুলে ভুল ছিল না
ছিল শুধু প্রেম,
তবুও সে যে অভিমানে
ফেললো পাঁকে হৃদয়-হেম!
ভালোবাসার স্বভাব যেন
একটু কেমন-কেমন!
অনেক প্রেমেও কারও হৃদয়
যায় না বুঝা তেমন!
পূজার ফুল সব পায়ে ঠেলে
ছুটলে তুমি ভুলে,
লোভ ছিল যে অর্থে তোমার
প্রেম ছিল না ফুলে!
স্বার্থ যখন খুব হয়ে যায়
প্রেম যে তখন পালায়,
মন ভরে না লোভীজনের
পূজার ফুলে, ভালোবাসায়!
পূজার ফুলে লোভ ছিল না
ছিল শুধু প্রেম,
অনেক সাধের ভালোবাসায়
গলেনি তো হৃদয়-হেম!
সাইয়িদ রফিকুল হক
৩০/১০/২০১৯
সাইয়িদ রফিকুল হক
পূজার ফুলে ভুল ছিল না
ছিল শুধু প্রেম,
তবুও সে যে অভিমানে
ফেললো পাঁকে হৃদয়-হেম!
ভালোবাসার স্বভাব যেন
একটু কেমন-কেমন!
অনেক প্রেমেও কারও হৃদয়
যায় না বুঝা তেমন!
পূজার ফুল সব পায়ে ঠেলে
ছুটলে তুমি ভুলে,
লোভ ছিল যে অর্থে তোমার
প্রেম ছিল না ফুলে!
স্বার্থ যখন খুব হয়ে যায়
প্রেম যে তখন পালায়,
মন ভরে না লোভীজনের
পূজার ফুলে, ভালোবাসায়!
পূজার ফুলে লোভ ছিল না
ছিল শুধু প্রেম,
অনেক সাধের ভালোবাসায়
গলেনি তো হৃদয়-হেম!
সাইয়িদ রফিকুল হক
৩০/১০/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/১১/২০১৯খারাপ নয়।
-
পি পি আলী আকবর ৩১/১০/২০১৯ভালোই