মগজ-ধোলাই
মগজ-ধোলাই
সাইয়িদ রফিকুল হক
মগজ-ধোলাই করবি কত?
সত্য চেপে রেখে,
মানুষ হয়েও সঙ সেজেছিস
ময়লা-কালি মেখে!
বাইরে দেখি সফেদসাদা
আরও কত রঙ,
বুকের ভিতর ড্রেন বানিয়ে
এমনি শুধু ঢঙ!
মগজ-ধোলাই করিস নারে
মরবি সবার শাপে,
গিলোটিন যে মরেছিল
গিলোটিনের পাপে!
সাইয়িদ রফিকুল হক
২৬/১০/২০১৯
সাইয়িদ রফিকুল হক
মগজ-ধোলাই করবি কত?
সত্য চেপে রেখে,
মানুষ হয়েও সঙ সেজেছিস
ময়লা-কালি মেখে!
বাইরে দেখি সফেদসাদা
আরও কত রঙ,
বুকের ভিতর ড্রেন বানিয়ে
এমনি শুধু ঢঙ!
মগজ-ধোলাই করিস নারে
মরবি সবার শাপে,
গিলোটিন যে মরেছিল
গিলোটিনের পাপে!
সাইয়িদ রফিকুল হক
২৬/১০/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান ইবনে নজরুল ০৯/১১/২০১৯
-
এইচ আর মুন্না ২৭/১০/২০১৯গন্ডারের চামরায় কি আর মশার কামড় লাগে?
তবু চালিয়ে যান,এই বালুকণা গুলোই একদিন পাহাড় হয়ে দাঁড়াবে।
শুভচ্ছা রইল- -
পরিতোষ ভৌমিক ২ ২৭/১০/২০১৯খুব ভালো লাগলো লেখাটি । ছন্দে মোহিত হলাম । শুভেচ্ছা জানবেন ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/১০/২০১৯গুড
কর্মই জীবনের গতিপথ নির্ধারণ করে। যে যেমন করবে ফল তেমনি পাবে।