মায়ের মতো
মায়ের মতো
সাইয়িদ রফিকুল হক
হাজার টাকার তোয়ালেটায়
আজ ভরে না একটু মন,
মায়ের ছেঁড়া শাড়ির আঁচল
এরচে ছিল কত আপন।
এখন দেখি কৃত্রিম হাসি
নাইরে কোথাও দরদী মুখ,
প্রতারণার জালে সবাই
কোথায় পাবো খুঁজে সুখ।
এই জগতের কোথায় পাবে
মায়ের মতো চিরস্বজন?
সবখানে এখন শুধু বড়াই
আর অহংকার সব মানুষের,
সাইয়িদ রফিকুল হক
হাজার টাকার তোয়ালেটায়
আজ ভরে না একটু মন,
মায়ের ছেঁড়া শাড়ির আঁচল
এরচে ছিল কত আপন।
এখন দেখি কৃত্রিম হাসি
নাইরে কোথাও দরদী মুখ,
প্রতারণার জালে সবাই
কোথায় পাবো খুঁজে সুখ।
এই জগতের কোথায় পাবে
মায়ের মতো চিরস্বজন?
সবখানে এখন শুধু বড়াই
আর অহংকার সব মানুষের,
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৬/১০/২০১৯মা নাই যার কিচ্ছু নাই তার
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৬/১০/২০১৯মায়ের মতো আপন কেহ না
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৬/১০/২০১৯গুড
-
সুলতান মাহমুদ ২৬/১০/২০১৯সুন্দর ছড়া।