মানুষগুলো হচ্ছে এখন
মানুষগুলো হচ্ছে এখন
সাইয়িদ রফিকুল হক
মানুষগুলো হচ্ছে এখন কেমন যেন যাচ্ছেতাই,
আজকে দেখি অনেকেরই কমনসেন্স কিছুই নাই!
এরা যেন হালের বলদ—ছুটছে কারও কথায়,
বুদ্ধিশুদ্ধি দেখি নাতো এই পশুদের মাথায়!
টাকার লোভে হচ্ছে পশু—মানুষ-নামের সস্তা জীব,
এদের তুমি বলবে কী ভাই?এরা হলো আদিম ক্লীব।
নিজের বুদ্ধি খরচ করে কাটছে বিরাট মরার খাল,
বুদ্ধি-দোষে মধু ছেড়ে চিবায় গাছের শুকনা ডাল!
এই বেকুবদের কাণ্ড দেখে হাসে মাঠের ছাগল,
ভাবছে ওরা, মানুষগুলো এখন কত পাগল!
মানুষগুলো হচ্ছে এখন কেমন যেন আস্ত গাধা,
নিজের পাপে গর্তে পড়ে হচ্ছে বেকুব ভীষণ হাদা!
সাইয়িদ রফিকুল হক
১৯/১০/২০১৯
সাইয়িদ রফিকুল হক
মানুষগুলো হচ্ছে এখন কেমন যেন যাচ্ছেতাই,
আজকে দেখি অনেকেরই কমনসেন্স কিছুই নাই!
এরা যেন হালের বলদ—ছুটছে কারও কথায়,
বুদ্ধিশুদ্ধি দেখি নাতো এই পশুদের মাথায়!
টাকার লোভে হচ্ছে পশু—মানুষ-নামের সস্তা জীব,
এদের তুমি বলবে কী ভাই?এরা হলো আদিম ক্লীব।
নিজের বুদ্ধি খরচ করে কাটছে বিরাট মরার খাল,
বুদ্ধি-দোষে মধু ছেড়ে চিবায় গাছের শুকনা ডাল!
এই বেকুবদের কাণ্ড দেখে হাসে মাঠের ছাগল,
ভাবছে ওরা, মানুষগুলো এখন কত পাগল!
মানুষগুলো হচ্ছে এখন কেমন যেন আস্ত গাধা,
নিজের পাপে গর্তে পড়ে হচ্ছে বেকুব ভীষণ হাদা!
সাইয়িদ রফিকুল হক
১৯/১০/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তৈয়বা মনির ২০/১০/২০১৯ভালো লেগেছে লিখাটি
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/১০/২০১৯গুড