ভ্রান্তপথিক
ভ্রান্তপথিক
সাইয়িদ রফিকুল হক
পথ চিনিস না ভ্রান্তপথিক—পারবি যেতে গন্তব্যে?
জানি তোরা উত্তেজিত সরস কথার মন্তব্যে।
ভ্রান্তপথ যে দোজখখানা—জ্বলবি ভীষণ কষ্টে,
সত্যপথেই মিলবে জান্নাত বুঝবে তা কি নষ্টে?
ভণ্ডগুলোর পথ জানা নাই—ছুটছে তারা জাহান্নামে,
পাপের পথে সুখ যে বেশি—থাকবে নাকি আরামে!
বয়স তোমার কম হলো না—বানাও নিজের পথ,
সত্যপথের বেহেশতে যে পুরবে তোমার মনোরথ।
পথ চিনিস না ভ্রান্তপথিক এসো সরল পথে,
বিশ্বমানুষ ভালোবেসে চড়বে সোনার রথে।
পথ চিনে নাও ভ্রান্তপথিক নইলে বিপদ ভারি,
রোজহাশরে কেমনে দিবে বিশাল পথটা পাড়ি?
সাইয়িদ রফিকুল হক
১৬/১০/২০১৯
সাইয়িদ রফিকুল হক
পথ চিনিস না ভ্রান্তপথিক—পারবি যেতে গন্তব্যে?
জানি তোরা উত্তেজিত সরস কথার মন্তব্যে।
ভ্রান্তপথ যে দোজখখানা—জ্বলবি ভীষণ কষ্টে,
সত্যপথেই মিলবে জান্নাত বুঝবে তা কি নষ্টে?
ভণ্ডগুলোর পথ জানা নাই—ছুটছে তারা জাহান্নামে,
পাপের পথে সুখ যে বেশি—থাকবে নাকি আরামে!
বয়স তোমার কম হলো না—বানাও নিজের পথ,
সত্যপথের বেহেশতে যে পুরবে তোমার মনোরথ।
পথ চিনিস না ভ্রান্তপথিক এসো সরল পথে,
বিশ্বমানুষ ভালোবেসে চড়বে সোনার রথে।
পথ চিনে নাও ভ্রান্তপথিক নইলে বিপদ ভারি,
রোজহাশরে কেমনে দিবে বিশাল পথটা পাড়ি?
সাইয়িদ রফিকুল হক
১৬/১০/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।