লাশের রাজনীতি
লাশের রাজনীতি
সাইয়িদ রফিকুল হক
লাশ নিয়ে তুই করবি কত এমন ঘৃণ্য রাজনীতি?
মানুষজনকে ভালোবেসে রাখ্ না বজায় সম্প্রীতি।
মানুষ হলো সোনার মানুষ—সোনার চেয়ে দামি,
লাশ হলেও সে মানুষ ওরে—ভাব্ না তাকে নামি।
একটা লাশে দেখি তোদের ভিতরটাতে উল্লাস!
মানুষজনের জীবন নিয়ে রাজনীতি যে সর্বনাশ!
মানুষ হলো অনেক দামি—কষ্ট লাগে তার মরণে,
চিরদিন যে রাখবো তাকে ভালোবাসার স্মরণে।
লাশ নিয়ে তাই রাজনীতিটা পশুই করতে পারে,
এই দেশে কি লাশের কাঙ্গাল রাজনীতিটা ছাড়ে?
আয় রে সবাই বীরের বেশে দাঁড়াই জাতির পাশে,
একনিমিষে তাড়াও তাকে—লাশ দেখে যে পশু হাসে।
সাইয়িদ রফিকুল হক
১৪/১০/২০১৯
সাইয়িদ রফিকুল হক
লাশ নিয়ে তুই করবি কত এমন ঘৃণ্য রাজনীতি?
মানুষজনকে ভালোবেসে রাখ্ না বজায় সম্প্রীতি।
মানুষ হলো সোনার মানুষ—সোনার চেয়ে দামি,
লাশ হলেও সে মানুষ ওরে—ভাব্ না তাকে নামি।
একটা লাশে দেখি তোদের ভিতরটাতে উল্লাস!
মানুষজনের জীবন নিয়ে রাজনীতি যে সর্বনাশ!
মানুষ হলো অনেক দামি—কষ্ট লাগে তার মরণে,
চিরদিন যে রাখবো তাকে ভালোবাসার স্মরণে।
লাশ নিয়ে তাই রাজনীতিটা পশুই করতে পারে,
এই দেশে কি লাশের কাঙ্গাল রাজনীতিটা ছাড়ে?
আয় রে সবাই বীরের বেশে দাঁড়াই জাতির পাশে,
একনিমিষে তাড়াও তাকে—লাশ দেখে যে পশু হাসে।
সাইয়িদ রফিকুল হক
১৪/১০/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মহিউদ্দিন রমজান ১৫/১০/২০১৯সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৫/১০/২০১৯ভালো