নিজের দেশকে গালি দিয়ে
নিজের দেশকে গালি দিয়ে
সাইয়িদ রফিকুল হক
দেশের ভিতর ঘটতে পারে
এমন অনেককিছু,
তাই বলে তুই
দেশকে দিবি গালি?
তুই যে জাতে আদিম পশু
মানুষ বলি নাতো,
সনদধারী হয়েও তোমার
বুদ্ধি জোড়াতালি!
নিজের দেশকে মন্দ বলে
চাচ্ছো যেতে ইউরোপে,
তোমার মতো আদিম পশু
থাকে অনেক ঝোপে।
নিজের দেশকে গালি দিয়ে
হাসিস কেন খবিস?
একাত্তরের পাকসেনাদের
মতোই যেন মরিস।
সাইয়িদ রফিকুল হক
১২/১০/২০১৯
সাইয়িদ রফিকুল হক
দেশের ভিতর ঘটতে পারে
এমন অনেককিছু,
তাই বলে তুই
দেশকে দিবি গালি?
তুই যে জাতে আদিম পশু
মানুষ বলি নাতো,
সনদধারী হয়েও তোমার
বুদ্ধি জোড়াতালি!
নিজের দেশকে মন্দ বলে
চাচ্ছো যেতে ইউরোপে,
তোমার মতো আদিম পশু
থাকে অনেক ঝোপে।
নিজের দেশকে গালি দিয়ে
হাসিস কেন খবিস?
একাত্তরের পাকসেনাদের
মতোই যেন মরিস।
সাইয়িদ রফিকুল হক
১২/১০/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৩/১০/২০১৯নাইস
-
মোঃ সোহেল মাহমুদ ১৩/১০/২০১৯অসাধারণ। দেশপ্রেমের বহিঃপ্রকাশ। শুভেচ্ছা রইলো। আমার পাতায় আমন্ত্রণ।
-
ইবনে মিজান ১৩/১০/২০১৯Nice!
-
অবিরুদ্ধ মাহমুদ ১২/১০/২০১৯চমৎকার