আমার বড় ভালো লাগে
আমার বড় ভালো লাগে
সাইয়িদ রফিকুল হক
আমার বড় ভালো লাগে ভালোবাসতে,
গিয়েছিলাম তাইতো আমি কাছে টানতে!
ফাল্গুন-মাসের একটা ভরা জোছনায়,
গভীর রাতে গৃহহারা আমি অসহায়!
গিয়েছিলাম ভালোবেসে তার কাছে,
দেখলাম চোখে, ভালোবাসা কি আর আছে!
নির্জন-রাতে অনেক বেশি ভালোবাসা মেখে
মুগ্ধচোখে বসে আছে সেই যুবতী,
কার হাতে যেন একখানা হাত রেখে!
সাইয়িদ রফিকুল হক
১১/১০/২০১৫
সাইয়িদ রফিকুল হক
আমার বড় ভালো লাগে ভালোবাসতে,
গিয়েছিলাম তাইতো আমি কাছে টানতে!
ফাল্গুন-মাসের একটা ভরা জোছনায়,
গভীর রাতে গৃহহারা আমি অসহায়!
গিয়েছিলাম ভালোবেসে তার কাছে,
দেখলাম চোখে, ভালোবাসা কি আর আছে!
নির্জন-রাতে অনেক বেশি ভালোবাসা মেখে
মুগ্ধচোখে বসে আছে সেই যুবতী,
কার হাতে যেন একখানা হাত রেখে!
সাইয়িদ রফিকুল হক
১১/১০/২০১৫
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তৈয়বা মনির ১৬/১০/২০১৯বেশ ভালো...শুভকামনা
-
মোঃ সোহেল মাহমুদ ১৩/১০/২০১৯বাস্তবিক ভালবাসা এমনি। প্রকৃত ভালবাসা এখন আর নেই। অসাধারণ। শুভেচ্ছা রইলো। আমার পাতায় আমন্ত্রণ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/১০/২০১৯নাইস