পাপের ছেলে
পাপের ছেলে
সাইয়িদ রফিকুল হক
পাপের ছেলে পাপের পথে
যাবেই যাবে একশ’বার,
পাকিস্তানের পাপসেনারা
কাদের যেন অহংকার!
বাংলাদেশের খাদ্য খেয়ে
করছে ওরা দেশের ক্ষতি,
দেশের জন্য দরদ নাই রে
পাকিস্তান যে প্রিয় অতি!
পাপের ছেলে বাপের মতো
হাঁটবে আবার পাপের পথে,
ওদের তুমি পারবে নাকো
আনতে কারও একটু সতে!
লেবাসধারী পশুগুলো
গাইছে এখন বাপের গান,
দেশের কথা ভুলে গেছে
পাকিস্তান যে ওদের জান!
পাপের ছেলে পাপের পথে
করছে ভীষণ আনাগোনা,
বীর-বাঙালি ওঠরে জেগে
করবো এদের তুলোধুনা।
সাইয়িদ রফিকুল হক
১০/১০/২০১৯
সাইয়িদ রফিকুল হক
পাপের ছেলে পাপের পথে
যাবেই যাবে একশ’বার,
পাকিস্তানের পাপসেনারা
কাদের যেন অহংকার!
বাংলাদেশের খাদ্য খেয়ে
করছে ওরা দেশের ক্ষতি,
দেশের জন্য দরদ নাই রে
পাকিস্তান যে প্রিয় অতি!
পাপের ছেলে বাপের মতো
হাঁটবে আবার পাপের পথে,
ওদের তুমি পারবে নাকো
আনতে কারও একটু সতে!
লেবাসধারী পশুগুলো
গাইছে এখন বাপের গান,
দেশের কথা ভুলে গেছে
পাকিস্তান যে ওদের জান!
পাপের ছেলে পাপের পথে
করছে ভীষণ আনাগোনা,
বীর-বাঙালি ওঠরে জেগে
করবো এদের তুলোধুনা।
সাইয়িদ রফিকুল হক
১০/১০/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ১৯/১০/২০১৯ভালোই
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১১/১০/২০১৯তুলোধুনা?
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১১/১০/২০১৯গুড