পাপ করে তুই
পাপ করে তুই
সাইয়িদ রফিকুল হক
পাপ করে তুই করলি ভীষণ ভুল,
একনিমিষে ঝরে গেল তোমার জীবনফুল!
মানুষগুলো ক্ষিপ্ত এখন কেমন যেন পাষাণ,
একটু কিছু হলেই এরা ছুঁড়ছে মৃত্যুবাণ!
মানুষজনের জীবন এখন ভীষণরকম তুচ্ছ,
কাকগুলো সব করছে ধারণ ময়ূরেরই পুচ্ছ।
পাপ করে তুই নিজের জীবন দিলি বিসর্জন,
শিক্ষা-দীক্ষা কিছুই বুঝি হয়নি তোমার অর্জন!
ভুল করা সব মানুষজনের বসলো পাপের মেলা,
এই সুযোগে মুখচেনা সব শয়তানেরা
চারিদিকে স্বার্থবাজির করছে মজার খেলা।
সাইয়িদ রফিকুল হক
০৯/১০/২০১৯
সাইয়িদ রফিকুল হক
পাপ করে তুই করলি ভীষণ ভুল,
একনিমিষে ঝরে গেল তোমার জীবনফুল!
মানুষগুলো ক্ষিপ্ত এখন কেমন যেন পাষাণ,
একটু কিছু হলেই এরা ছুঁড়ছে মৃত্যুবাণ!
মানুষজনের জীবন এখন ভীষণরকম তুচ্ছ,
কাকগুলো সব করছে ধারণ ময়ূরেরই পুচ্ছ।
পাপ করে তুই নিজের জীবন দিলি বিসর্জন,
শিক্ষা-দীক্ষা কিছুই বুঝি হয়নি তোমার অর্জন!
ভুল করা সব মানুষজনের বসলো পাপের মেলা,
এই সুযোগে মুখচেনা সব শয়তানেরা
চারিদিকে স্বার্থবাজির করছে মজার খেলা।
সাইয়িদ রফিকুল হক
০৯/১০/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১০/১০/২০১৯shundor
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১০/১০/২০১৯বেশ