সেই সব সন্ধ্যা
সেই সব সন্ধ্যা
সাইয়িদ রফিকুল হক
সেই সব সন্ধ্যা কতকাল দেখি না!
সেই সব মুখ আর তো ভেসে ওঠে না
আমাদের এই ভালোবাসার ছোট্ট বুকে!
সবকিছু যেন আজ মুছে গেছে কার ভুলে!
জোড়াতালি দিয়ে হৃদয়টুকু কোথায় যেন
টেনেহিঁচড়ে নিচ্ছি আজ আমরা!
ভালোবাসা আছে আজও এই পৃথিবীতে,
তবে আমাদের বুক থেকে কেন মুছে গেল
ভালোবাসা নামক সেই অমোঘ বস্তু!
সেই সব সন্ধ্যা কতকাল দেখি না!
সেই সব মুখ আগের মতো আর তো কখনো
ভেসে ওঠে নাকো আমাদের ভালোবাসার বুকে!
সাইয়িদ রফিকুল হক
০৩/১০/২০১৯
সাইয়িদ রফিকুল হক
সেই সব সন্ধ্যা কতকাল দেখি না!
সেই সব মুখ আর তো ভেসে ওঠে না
আমাদের এই ভালোবাসার ছোট্ট বুকে!
সবকিছু যেন আজ মুছে গেছে কার ভুলে!
জোড়াতালি দিয়ে হৃদয়টুকু কোথায় যেন
টেনেহিঁচড়ে নিচ্ছি আজ আমরা!
ভালোবাসা আছে আজও এই পৃথিবীতে,
তবে আমাদের বুক থেকে কেন মুছে গেল
ভালোবাসা নামক সেই অমোঘ বস্তু!
সেই সব সন্ধ্যা কতকাল দেখি না!
সেই সব মুখ আগের মতো আর তো কখনো
ভেসে ওঠে নাকো আমাদের ভালোবাসার বুকে!
সাইয়িদ রফিকুল হক
০৩/১০/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ০৭/১০/২০১৯সুন্দর
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৪/১০/২০১৯দারুন