চোখের জল ফেলবে না
চোখের জল ফেলবে না
সাইয়িদ রফিকুল হক
চোখের জল ফেলবে নাতো
একটুখানি কষ্টে,
চোখের জল যে ভীষণ দামি
বুঝবে নাতো নষ্টে।
কেন তুমি নিজের ভুলে
দুঃখ কর কামাই?
ভুলগুলো সব ঝেড়ে ফেল
বাজবে বুকে সানাই।
বিশ্বজুড়ে সুখের জন্য
আছে কতকিছু,
বুঝেশুনেও তুমি কেন
নিবে ভুলের পিছু?
চোখের জল যে অনেক দামি
রাখো তোমার বুকে,
স্বর্গ হতে ফুটবে গোলাপ
ভালোবাসার মুখে।
সাইয়িদ রফিকুল হক
৩/১০/২০১৯
সাইয়িদ রফিকুল হক
চোখের জল ফেলবে নাতো
একটুখানি কষ্টে,
চোখের জল যে ভীষণ দামি
বুঝবে নাতো নষ্টে।
কেন তুমি নিজের ভুলে
দুঃখ কর কামাই?
ভুলগুলো সব ঝেড়ে ফেল
বাজবে বুকে সানাই।
বিশ্বজুড়ে সুখের জন্য
আছে কতকিছু,
বুঝেশুনেও তুমি কেন
নিবে ভুলের পিছু?
চোখের জল যে অনেক দামি
রাখো তোমার বুকে,
স্বর্গ হতে ফুটবে গোলাপ
ভালোবাসার মুখে।
সাইয়িদ রফিকুল হক
৩/১০/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৯/১০/২০১৯shundor
-
পি পি আলী আকবর ০৭/১০/২০১৯ভালোই
-
সৌরভ মজুমদার ০৫/১০/২০১৯খুব ভালো
-
পরিতোষ ভৌমিক ২ ০৪/১০/২০১৯সত্যি সত্যি ছ্ন্দ এবং কথামালা খুব খুব সুন্দর , অনেক শুভেচ্ছা জানবেন ।