মনপ্রদীপ
মনপ্রদীপ
চোখের আলো কমতে পারে
নিভবে নারে মনপ্রদীপ,
বুকের ভিতর উঠবে গড়ে
ভালোবাসার একটা দ্বীপ।
মনটা যদি করতে পারি
চিরদিনের সবুজ-সারি,
দেখবে তখন স্বর্গ যেন
হচ্ছে তোমার বাড়ি!
চোখের আলো কমতে পারে
নিভবে নারে মনপ্রদীপ,
বুকের ভিতর উঠবে গড়ে
ভালোবাসার একটা দ্বীপ।
মনটা যদি করতে পারি
চিরদিনের সবুজ-সারি,
দেখবে তখন স্বর্গ যেন
হচ্ছে তোমার বাড়ি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০২/১০/২০১৯
-
দীপঙ্কর বেরা ০২/১০/২০১৯ভালো হয়েছে
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০১/১০/২০১৯নান্দনিক
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩০/০৯/২০১৯১৪ টি বাক্য,
ছন্দ মিলিয়ে: বাক্য ১ ও ৩; ২ ও ৪, ৩ টি স্তবকে মানে ১২ টি বাক্য,
শেষ দুই বাক্য ১৩ ও ১৪ ছন্দ মিল
সনেট বলতে যা বোঝায়, মন দিয়ে দেখুন।
একটু বুঝিয়ে বলবেন সনেট বলতে আপনি বোঝেন।