মনের দুঃখ
মনের দুঃখ
সাইয়িদ রফিকুল হক
চোখের জলে দুঃখ কমে না,
মনের কথা কেউ বোঝে না!
সবাই আছে স্বার্থচিন্তায় আজ,
তাইতে দেখি সব কপালে ভাঁজ!
মনের দুঃখ বোঝার মতো
মানুষ এখন কোথায় পাবো?
শোকসাগরে ডুবে-ডুবে কেমন করে
সুখের গানটা গাইবো?
চোখের জলে মনের দুঃখ কমে না,
কারও কাছে দুঃখ বলে দুঃখ ঘোচে না।
সাইয়িদ রফিকুল হক
২৯/০৯/২০১৯
সাইয়িদ রফিকুল হক
চোখের জলে দুঃখ কমে না,
মনের কথা কেউ বোঝে না!
সবাই আছে স্বার্থচিন্তায় আজ,
তাইতে দেখি সব কপালে ভাঁজ!
মনের দুঃখ বোঝার মতো
মানুষ এখন কোথায় পাবো?
শোকসাগরে ডুবে-ডুবে কেমন করে
সুখের গানটা গাইবো?
চোখের জলে মনের দুঃখ কমে না,
কারও কাছে দুঃখ বলে দুঃখ ঘোচে না।
সাইয়িদ রফিকুল হক
২৯/০৯/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুপ্রিয় কুমার চক্রবর্তী ২৯/০৯/২০১৯ছোট্টর মধ্যে একটি সুন্দর অর্থবোধক কবিতা
-
শ.ম. শহীদ ২৯/০৯/২০১৯সত্য কথা!
দারুণ বলেছেন কবি। -
অবিরুদ্ধ মাহমুদ ২৯/০৯/২০১৯জীবন বোধ নিয়ে অসাধারণ ভাবনা..