সত্য কথা বলতে এখন
সত্য কথা বলতে এখন
সাইয়িদ রফিকুল হক
সত্য কথা বলতে এখন
লজ্জা লাগে ভীষণ,
চারিদিকে দেখতে পাই যে
মিথ্যা ধরার মিশন!
মানুষগুলো হচ্ছে পশু
শুধু লাভের আশায়,
ঈমান-আমল সবকিছু যে
দিলো এরা ভাসায়!
সত্য শুনে অনেকেই যে
মারতে আসে তেড়ে,
প্রভাবশালীর ছত্রচ্ছায়ায়
উঠছে এরা বেড়ে।
মিথ্যাবাদীর দাপট দেখে
কাঁপছে সাধের বিশ্ব,
সত্যবাদী কোণঠাসাতে
হচ্ছে এখন নিঃস্ব!
সত্য কথা বলতে এখন
মনে লাগে ভয়,
যুগজামানায় সত্য কথা
কার-ই-বা এমন সয়?
সাইয়িদ রফিকুল হক
২৯/০৯/২০১৯
সাইয়িদ রফিকুল হক
সত্য কথা বলতে এখন
লজ্জা লাগে ভীষণ,
চারিদিকে দেখতে পাই যে
মিথ্যা ধরার মিশন!
মানুষগুলো হচ্ছে পশু
শুধু লাভের আশায়,
ঈমান-আমল সবকিছু যে
দিলো এরা ভাসায়!
সত্য শুনে অনেকেই যে
মারতে আসে তেড়ে,
প্রভাবশালীর ছত্রচ্ছায়ায়
উঠছে এরা বেড়ে।
মিথ্যাবাদীর দাপট দেখে
কাঁপছে সাধের বিশ্ব,
সত্যবাদী কোণঠাসাতে
হচ্ছে এখন নিঃস্ব!
সত্য কথা বলতে এখন
মনে লাগে ভয়,
যুগজামানায় সত্য কথা
কার-ই-বা এমন সয়?
সাইয়িদ রফিকুল হক
২৯/০৯/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অবিরুদ্ধ মাহমুদ ৩০/০৯/২০১৯
-
পি পি আলী আকবর ৩০/০৯/২০১৯অসাধারণ
-
ইবনে মনির হোসেন ২৯/০৯/২০১৯সত্যের জয় হয় তবু দ্বিধা দ্বন্দ্ব দূর হোক সত্য নিয়ে লেখাটি পড়ে মুগ্ধ হলাম
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৯/০৯/২০১৯চমৎকার
সত্য কথা বলতে গেলেই বাধে হইচই।