এই শরতে
এই শরতে
সাইয়িদ রফিকুল হক
এই শরতে এই গরমে
ফুল ফোটেনি প্রেমের,
একটা চাঁদের পাহাড় ভেঙে
ঢেউ জাগেনি রূপের!
মনটা শুধু বিষিয়ে ছিল
তীব্র বিষের জ্বালায়,
ভাবনাগুলো দাবদাহে
কেমন করে পালায়!
মনে কত আশা ছিল
আসবে শরৎরাণী,
বিশ্বজুড়ে ফুলমধুতে
ফুটবে প্রেমের বাণী!
কাশফুলের হাসিটুকু
দেখতে পেলাম নাকো,
বাংলাদেশে শরৎরাণী
মুখটি কেন ঢাকো!
এই শরতে আগের মতো
মন ভরেনি কারো,
নরকপুরের গরম তুমি
বাংলাদেশটা ছাড়ো।
সাইয়িদ রফিকুল হক
২৬/০৯/২০১৯
সাইয়িদ রফিকুল হক
এই শরতে এই গরমে
ফুল ফোটেনি প্রেমের,
একটা চাঁদের পাহাড় ভেঙে
ঢেউ জাগেনি রূপের!
মনটা শুধু বিষিয়ে ছিল
তীব্র বিষের জ্বালায়,
ভাবনাগুলো দাবদাহে
কেমন করে পালায়!
মনে কত আশা ছিল
আসবে শরৎরাণী,
বিশ্বজুড়ে ফুলমধুতে
ফুটবে প্রেমের বাণী!
কাশফুলের হাসিটুকু
দেখতে পেলাম নাকো,
বাংলাদেশে শরৎরাণী
মুখটি কেন ঢাকো!
এই শরতে আগের মতো
মন ভরেনি কারো,
নরকপুরের গরম তুমি
বাংলাদেশটা ছাড়ো।
সাইয়িদ রফিকুল হক
২৬/০৯/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অবিরুদ্ধ মাহমুদ ২৯/০৯/২০১৯অনবদ্য কবিতা...
-
দীপক কুমার বেরা ২৭/০৯/২০১৯খুব সুন্দর কাব্যিকতা। শুভ রাত্রি।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/০৯/২০১৯সুন্দর কবিতা।
-
শফি আহমেদ ২৬/০৯/২০১৯ঠিক লিখেছেন। এত গরম এত সুন্দর দেশে মানায় না।
-
শ.ম. শহীদ ২৬/০৯/২০১৯অসাধারণ!
-
ইবনে মনির হোসেন ২৬/০৯/২০১৯ছয় ঋতুর ঐ মধুর মেলা গরম নরম চরম খেলা
-
সঞ্জীব মল্লিক ২৬/০৯/২০১৯খুব সুন্দর
-
জসিম বিন ইদ্রিস ২৬/০৯/২০১৯শুধু গরম কেন? নরম ভাবটাও আমাদের ছাড়তে হবে।