টকটাইমের সময়
টকটাইমের সময়
সাইয়িদ রফিকুল হক
টকটাইমের সময় যেন
যাচ্ছে ভীষণ উড়ে,
অনেক কষ্টের টাকাগুলো
যাচ্ছে এখন পুড়ে!
কত লোভের কত অফার
দিচ্ছে পাজীগুলো,
দিনদুপুরে সবার চোখে
দিচ্ছে কেমন ধুলো!
ঘড়ির কাঁটায় চলছে নাতো
চলছে ঘোড়ার বেগে,
তবু নাদান বলছে কথা
সারারাত্রি জেগে!
টকটাইমের সময়গুলো
লোকদেখানো শুধু,
ভিতরে যে ঝুলছে মূলা
বাইরে কিঞ্চিৎ মধু।
সাইয়িদ রফিকুল হক
২৩/০৯/২০১৯
সাইয়িদ রফিকুল হক
টকটাইমের সময় যেন
যাচ্ছে ভীষণ উড়ে,
অনেক কষ্টের টাকাগুলো
যাচ্ছে এখন পুড়ে!
কত লোভের কত অফার
দিচ্ছে পাজীগুলো,
দিনদুপুরে সবার চোখে
দিচ্ছে কেমন ধুলো!
ঘড়ির কাঁটায় চলছে নাতো
চলছে ঘোড়ার বেগে,
তবু নাদান বলছে কথা
সারারাত্রি জেগে!
টকটাইমের সময়গুলো
লোকদেখানো শুধু,
ভিতরে যে ঝুলছে মূলা
বাইরে কিঞ্চিৎ মধু।
সাইয়িদ রফিকুল হক
২৩/০৯/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/০৯/২০১৯বেশ বলেছেন
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/০৯/২০১৯টকটাইমের দিকে পা না বাড়ানোই উচিত।