টাকা থাকলে
টাকা থাকলে
মানুষের কথা বলতে মানা!
উড়তে চাইলে মিলবে ডানা।
টাকা থাকলে তুমিও পাবে পাখা,
তোমার হাতেও দেখবে তুমি
রাজক্ষমতার শাখা!
মানুষের কথা বলতে মানা!
উড়তে চাইলে মিলবে ডানা।
টাকা থাকলে তুমিও পাবে পাখা,
তোমার হাতেও দেখবে তুমি
রাজক্ষমতার শাখা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ২৪/০৯/২০১৯নাইস!
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/০৯/২০১৯ছোট্ট হলেও সুন্দর
-
পি পি আলী আকবর ২৩/০৯/২০১৯বেশ