তুমি ক্ষমতাবান
তুমি ক্ষমতাবান
সাইয়িদ রফিকুল হক
মানুষ তোমায় বেসেছে যে ভালো,
তুমি মানুষের সুন্দর মুখ করেছো কালো!
তোমার ক্ষমতা অনেক অনেক বেশি,
দম্ভ আছে আরো, সঙ্গে কত পেশী!
তবু তুমি ভালো! তবু তুমি কত মহান!
মানুষের বুকে পদাঘাত করে বাড়ে তোমার সম্মান!
আজকের দিনে ক্ষমতাবানের নাই কোনো দোষ,
তোমরা মহান! দোষী যত নন্দ ঘোষ!
হায় রে জগত, কোথায় তোমার বিচার?
সবখানে আজ ক্ষমতাশালীর ব্যভিচার!
পৃথিবীটা আজ মানুষের কিনা আছে কত সন্দেহ,
ক্ষমতাবানের পাপের রাজ্যে বিচার পাচ্ছে কেহ?
সাইয়িদ রফিকুল হক
২১/০৯/২০১৯
সাইয়িদ রফিকুল হক
মানুষ তোমায় বেসেছে যে ভালো,
তুমি মানুষের সুন্দর মুখ করেছো কালো!
তোমার ক্ষমতা অনেক অনেক বেশি,
দম্ভ আছে আরো, সঙ্গে কত পেশী!
তবু তুমি ভালো! তবু তুমি কত মহান!
মানুষের বুকে পদাঘাত করে বাড়ে তোমার সম্মান!
আজকের দিনে ক্ষমতাবানের নাই কোনো দোষ,
তোমরা মহান! দোষী যত নন্দ ঘোষ!
হায় রে জগত, কোথায় তোমার বিচার?
সবখানে আজ ক্ষমতাশালীর ব্যভিচার!
পৃথিবীটা আজ মানুষের কিনা আছে কত সন্দেহ,
ক্ষমতাবানের পাপের রাজ্যে বিচার পাচ্ছে কেহ?
সাইয়িদ রফিকুল হক
২১/০৯/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৩/০৯/২০১৯ভালো
-
মোহাম্মদ সফিউল হক ২২/০৯/২০১৯বেশ লিখলেন
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২২/০৯/২০১৯অনবদ্য
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/০৯/২০১৯ভালো