অনেক কথা বলতে গিয়ে
অনেক কথা বলতে গিয়ে
সাইয়িদ রফিকুল হক
অনেক কথা বলতে গিয়ে
থেমে গেলাম ভয়ে,
সত্য কিছু বললে সবাই
থাকবে কিনা সয়ে?
মানুষ এখন পশুর মতো
ছুটছে লাভের আশায়,
সত্য ছেড়ে মিথ্যা-জলে
দেশটা দিচ্ছে ভাসায়!
সত্যকথা শোনার মতো
মানুষ আছে কিনা?
আসল গানটা গাইতে গিয়ে
থমকে গেল বীণা!
অনেক কথা বলতে গিয়ে
আর বলি না কথা,
সত্যকথার বদহজমে
থাকবে নাতো মাথা!
সাইয়িদ রফিকুল হক
১৭/০৯/২০১৯
সাইয়িদ রফিকুল হক
অনেক কথা বলতে গিয়ে
থেমে গেলাম ভয়ে,
সত্য কিছু বললে সবাই
থাকবে কিনা সয়ে?
মানুষ এখন পশুর মতো
ছুটছে লাভের আশায়,
সত্য ছেড়ে মিথ্যা-জলে
দেশটা দিচ্ছে ভাসায়!
সত্যকথা শোনার মতো
মানুষ আছে কিনা?
আসল গানটা গাইতে গিয়ে
থমকে গেল বীণা!
অনেক কথা বলতে গিয়ে
আর বলি না কথা,
সত্যকথার বদহজমে
থাকবে নাতো মাথা!
সাইয়িদ রফিকুল হক
১৭/০৯/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৮/০৯/২০১৯অনন্যসাধারণ