জখম
জখম
সাইয়িদ রফিকুল হক
বাইরে-জখম যায় রে দেখা
কিন্তু জখম বুকে,
মনের কষ্ট বেশি হলে
কথা রয় না মুখে!
কত জখম কতখানে
কেউ দেখে না চেয়ে,
অন্ধকারে সবটা এখন
গেছে ভীষণ ছেয়ে!
জখমগুলো শুকায় নারে
বাড়ে দিনে-দিনে,
সুখপাখিটা মরে গেলে
লাভ কি হবে কিনে!
বাইরে-জখম সবাই দেখে
কেউ দেখে না ভিতর,
বুকের জখম বাড়ায় শুধু
স্বার্থলোভী ইতর।
সাইয়িদ রফিকুল হক
১৬/০৯/২০১৯
সাইয়িদ রফিকুল হক
বাইরে-জখম যায় রে দেখা
কিন্তু জখম বুকে,
মনের কষ্ট বেশি হলে
কথা রয় না মুখে!
কত জখম কতখানে
কেউ দেখে না চেয়ে,
অন্ধকারে সবটা এখন
গেছে ভীষণ ছেয়ে!
জখমগুলো শুকায় নারে
বাড়ে দিনে-দিনে,
সুখপাখিটা মরে গেলে
লাভ কি হবে কিনে!
বাইরে-জখম সবাই দেখে
কেউ দেখে না ভিতর,
বুকের জখম বাড়ায় শুধু
স্বার্থলোভী ইতর।
সাইয়িদ রফিকুল হক
১৬/০৯/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৮/০৯/২০১৯nice
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৭/০৯/২০১৯চমৎকার
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৭/০৯/২০১৯বেশ তো!!